ইনসাইড গ্রাউন্ড

হ্যাট্রিক করলেন জিয়ান্নি ইনফান্তিনো


প্রকাশ: 16/03/2023


Thumbnail

২০১৬ সালে প্রথমবারের মতো ফিফার সভাপতি নির্বাচিত হয়েছিলেন জিয়ান্নি ইনফান্তিনো। দ্বিতীয় দফায় ২০১৯ সালে আবারও ফুটবলের সর্বোচ্চ পদে অসীন হন ইনফান্তিনো। এবার তৃতীয় মেয়াদেও ফিফার সভাপতি নির্বাচিত হলেন সুইজারল্যান্ডের নাগরিক।

বৃহস্পতিবার রুয়ান্ডার কিগালিতে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন ৫২ বছর বয়সী ইনফান্তিনো। ইনফান্তিনোর তৃতীয় মেয়াদে ফিফার সভাপতি নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফিফার অফিসিয়াল এক টুইট বার্তা।

যেখানে লেখা হয়েছে,জিয়ান্নি ইনফান্তিনো সবার সম্মতিতে ২০২৩-২০২৭ পর্যন্ত ফিফা সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন।

ইনফান্তিনোর সভাপতিত্বে উত্তর আমেরিকায় হবে ২০২৬ বিশ্বকাপ। আগামী বিশ্বকাপে ৩২ দল থেকে বাড়িয়ে ৪৮ দল করা হচ্ছে। দল সংখ্যা বেড়ে ৩২ দল নিয়ে এই বছরের শেষের দিকে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে হবে নারী বিশ্বকাপ।

ইনফান্তিনোর আগেও ফিফায় একাধিক মেয়াদে দীর্ঘ সময় ধরে সভাপতি ছিলেন সেপ ব্ল্যাটার।  ২০১৫ সালে ফিফার সভাপতির পদ হারানোর আগে সেপ ব্ল্যাটার ১৭ বছর ধরে ফুটবলের সর্বোচ্চ সংস্থাটির প্রধান ছিলেন। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭