কালার ইনসাইড

বৈঠকের মাধ্যমে মিমাংসার পথে হাঁটছেন শাকিব ও সেই প্রযোজক!


প্রকাশ: 16/03/2023


Thumbnail

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের সুপার স্টার শাকিব খানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ এনে লিখিত অভিযোগ করেন চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহ। অভিযোগের একদিন না পেরুতেই ঘটনার মিমাংসা হয়ে গেছে বলে জানান প্রযোজক খোরশেদ আলম খসরু।

আজ (১৬ মার্চ) রাজধানীর একটি রেস্তরাঁয় দুজনের মধ্যে বিরোধ মিমাংসা হয়ে গেছে বলে জানা গেছে। এ সময় সেখানে  খোরশেদ আলম খসরু উপস্থিত ছিলেন বলে এই প্রতিবেদককে তিনি জানিয়েছেন। 
 
খোরশেদ আলম খসরু বাংলা ইনসাইডারকে  বলেন, আসলে অভিযোগের বিষয়ে মিমাংসা করার জন্য আমরা বসিনি। আমরা বসেছিলাম ছবিটি কিভাবে শেষ করা যায় তা নিয়ে কথা বলতে। তবে এখনো কোন সিধান্ত হয়নি। আবারও আমাদের বসতে হবে একসাথে। 

গতকাল ১৫ মার্চ বিকেলে সশরীরে এফডিসিতে উপস্থিত হয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি এবং ক্যামেরাম্যান সমিতিতে অসদাচরণ, মিথ্যা আশ্বাস, ধর্ষণ এবং পেশাগত দায়িত্ব পালনে অবহেলার লিখিত অভিযোগ করেন চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহ। 

অভিযোগপত্র অনুযায়ী ২০১৭ সালে পূর্ব চুক্তি মোতাবেক অভিনেতা শাকিব খান ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার কাজে অস্ট্রেলিয়া যান। সিনেমার শুটিং চলাকালে শাকিব খান যে ক্ষতিকর কাজগুলো করেছেন সেগুলো এই প্রযোজক অভিযোগে বিস্তারিত উল্লেখ করেছেন। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭