ইনসাইড গ্রাউন্ড

জাকিরের পরিবর্তে স্কোয়াডে রনি তালুকদার


প্রকাশ: 16/03/2023


Thumbnail

আগামী ১৮ মার্চ থেকে সিলেটে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছিলেন জাকির হাসান। তবে আঙ্গুলে চোট পাওয়ায় স্কোয়াড থেকে ছিটকে গেছেন বাঁহাতি এ ব্যাটার। তার পরিবর্তে প্রথম দুই ওয়ানডের স্কোয়াডে যুক্ত করা হয়েছে রনি তালুকদারকে। জাকিরের মতোই প্রথমবার ওয়ানডে স্কোয়াডে জায়গা পেলেন আট বছর পর জাতীয় দলে ফেরা রনি।     

বৃহস্পতিবার দুপুরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনের সময় বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পেয়েছিলেন তরুণ ব্যাটার জাকির। এক্সরে করানোর পর জানা গেছে, বাঁহাতি ব্যাটারের সুস্থ হতে প্রায় তিন সপ্তাহ সময় লাগবে।

আগামী ১৮, ২০ ২৩ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে আইরিশদের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম দুই ওয়ানডে শুরু হবে দুপুর দুইটায় এবং শেষ ওয়ানডে হবে আড়াইটায়। এরপর টি-টোয়েন্টি ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ২৭, ২৯ ৩১ মার্চ। ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম, যা শুরু হবে দুপুর দুইটায়। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭