ইনসাইড গ্রাউন্ড

উইলিয়ামসন-নিকোলসের জোড়া দ্বিশতকে দিনটা কিউইদের


প্রকাশ: 18/03/2023


Thumbnail

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেই ম্যাচে চালকের আসনে বসেছে নিউ জিল্যান্ড। ওয়েলিংটনে কেইন উইলিয়ামসন ও হেনরি নিকোলসের জোড়া দ্বি-শতকে  ৪ উইকেটে ৫৮০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ৫৫৪ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে শ্রীলঙ্কা। শেষ সেশনে ব্যাট করতে নেমে ২৬ রানে ২ উইকেট হারিয়েছে লঙ্কানরা।

টস হেরে আগে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড প্রথম দিন ব্যাট করতে পেরেছিল ৪৮ ওভার। আলোক স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে তুলেছিল ২ উইকেটে ১৫৫ রান। দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে প্রথম সেশনে খানিকটা দেখেশুনে খেললেও দ্বিতীয় সেশন থেকে দ্রুত গতিতে রান তুলতে থাকে কিউইরা। 

উইকেটের তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেননি শ্রীলঙ্কান বোলাররা। নিজের ১৭১তম বলে টেস্ট ক্যারিয়ারের ২৮তম সেঞ্চুরিও তুলে নেন উইলিয়ামসন। অপর ব্যাটসম্যান নিকোলস ৯২ রানে ধনঞ্জয়া ডি সিলভার বলে ক্যাচ দিয়েও বেঁচে যান। পরে তুলে নেন ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি। দিনের শেষ সেশনের শুরুতে ধনঞ্জয়াকে মিড উইকেট দিয়ে চার মেরে ডাবল সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামসন।

তবে  রানে প্রবাথ জয়াসুরিয়াকে উড়িয়ে খেলতে গিয়ে লং অনে ক্যাচ দেন রমেশ মেন্ডিসের কাছে ধরা পড়েন তিনি। ৩৬৩ রানের তৃতীয় উইকেট জুটিতে রানের পাহাড় গড়ে স্বাগতিকরা। উইলিয়ামসনের আউটে এই জুটি ভাঙার সময় নিউ জিল্যান্ডের রান হয়ে গেছে ৪৮১। এরপর নিকোলস ডাবল সেঞ্চুরি স্পর্শ করার পরের বলেই ইনিংস ঘোষণা করেন কিউই অধিনায়ক টিম সাউদি।

সর্বশেষ দুই টেস্টে কেইন উইলিয়ামসনের ব্যাট কথা বলেছিল দ্বিতীয় ইনিংসে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর লঙ্কানদের বিপক্ষেও হাসছে তার ব্যাট। তার সেঞ্চুরিতেই শেষ বলে টেস্ট জিতেছিলো কিউইরা। ২৩ চার, ২ ছয়ে গড়া ২৯৬ বলে ২১৫ রানের ইনিংসটি সাজান উইলিয়ামসন। আর ৪ ছক্কা ও ১৫ চারে ২৪০ বলে ২০০ রান করে অপরাজিত ছিলেন নিকোলস। একই ইনিংসে দুজনের ডাবল সেঞ্চুরির এটি ১৭তম নজির। এটি উইলিয়ামসনের ক্যারিয়ারের ষষ্ঠ ডাবল সেঞ্চুরি। সমানসংখ্যক ডাবল সেঞ্চুরি আছে শচীন টেন্ডুলকার, রিকি পন্টিংসহ আরও ছয়জনের। আর ক্যারিয়ার সেরা ইনিংসে প্রথমবার ডাবলের স্বাদ পেলেন নিকোলস। ক্যারিবিয়ানদের বিপক্ষে আগের ১৭৪ রানের ইনিংস টপকে দ্বি-শতক তুলে নেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭