ইনসাইড গ্রাউন্ড

সাকিবের মাইলফলক, জুটি গড়ার চেষ্টা হৃদয়-সাকিবের


প্রকাশ: 18/03/2023


Thumbnail

পাওয়ার প্লের মধ্যে দুই ওপেনারের উইকেট হারিয়েছিলো বাংলাদেশ। সেখান থেকে নিয়ে ইনিংস মেরামতের কাজ করেন নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। দেখেশুনে খেলতে থাকেন আইরিশ বোলারদের। তৃতীয় উইকেটে জুটি বেঁধে এগিয়ে নিতে থাকেন দলকে।

রাউন্ড দা উইকেট থেকে করা অ্যান্ড্রু ম্যাকব্রাইনের বলটি টার্ন করবে ভেবেছিলেন শান্ত। তবে বল ধরে রেখেছে লাইন। তাতেই ব্যাট ও প্যাডের মাঝে বিশাল ফাঁক গলে বল আঘাত হানে স্টাম্পে। ৩৪ বলে ২৫ রান করে ফিরতি পথ ধরেন নাজমুল শান্ত। আশা জাগিয়েও জুটি বড় করতে পারলো না বাংলাদেশ। দলীয় ৮১ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

শান্তর বিদায়ের পর ক্রিজে আসেন এই ম্যাচে অভিষিক্ত তৌহিদ হৃদয়। সিনিয়র ক্রিকেটার সাকিবের সাথে বেশ সাবলীলভাবেই ব্যাট করতে থাকেন এই তরুণ ডানহাতি ব্যাটসম্যান। মাঠের চারদিকে শট খেলে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। সেই সাথে রানিং বিটুইন দ্যা উইকেটেও বেশ তৎপরতা দেখিয়েছেন হৃদয়। দুজনের ব্যাটে ভর করে জুটি গড়ার চেষ্টা করছে স্বাগতিকরা।

৭ হাজার রানের মাইলফলক ছোয়ার হাতছানি নিয়ে এই ম্যাচ খেলতে নেমেছিলেন সাকিব আল হাসান। দূরে ছিলেন মাত্র ২৪ রান থেকে। ম্যাচের ২০তম ওভারের পঞ্চম বলে সেই মাইলফলক স্পর্শ করেন এই বাঁহাতি অলরাউন্ডার। কার্টিস ক্যাম্ফারের বল মিড অফে ঢেলে দিয়ে সিঙ্গেল নিয়ে ওয়ানডেতে ৭ হাজার রান পূর্ণ করেন সাকিব। তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৭ হাজারি ক্লাবে প্রবেশ করলেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেই ৩০০ ওয়ানডে উইকেটের কীর্তি গড়েছিলেন সাকিব। ৭ হাজার রান ও ৩০০ উইকেট পাওয়া তৃতীয় ক্রিকেটার এখন তিনি। সাকিবের আগে একদিনের ক্রিকেটে এই কীতিত্ব দেখিয়েছেন মাত্র দুজন, শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া ও পাকিস্তানের শহীদ আফ্রিদি।

২৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১২৫ রান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭