ওয়ার্ল্ড ইনসাইড

ইমরানের বাসভবনে পুলিশের ‘তাণ্ডব’, গ্রেপ্তার ২০


প্রকাশ: 18/03/2023


Thumbnail

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লাহোরের বাসভবনে হানা দিয়েছে পুলিশ। শনিবার (১৮ মার্চ) তোষাখানা মামলায় হাজিরা দিতে ইসলামাবাদের একটি দায়রা আদালতের উদ্দেশ্যে নিজ বাড়ি জামান পার্ক থেকে বের হন ইমরান। এরপরই তার বাড়ির দরজা ভেঙে ঢুকে পড়ে পুলিশ।

টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, পাঞ্জাব পুলিশ প্রধান দরজা ভেঙে জামান পার্কের বাসভবনে প্রবেশ করে এবং সেখান থেকে পিটিআই কর্মীদের ধরে নিয়ে যায়।

পুলিশ দাবি করেছে, বাসভবনের ভেতরে থাকা কর্মীরা তাদের ওপর পেট্রল বোমা ও গুলি ছুড়েছে। এসময় কিছু পুলিশের কর্মীও আহত হয়েছেন বলে জানান তারা। এ ছাড়া অভিযানের সময় ককটেল তৈরি করতে ব্যবহৃত উপাদানও উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।

এদিকে পুলিশের এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন ইমরান খান। পিটিআই প্রধান বলেছেন, জামান পার্কে বাসভবনে পুলিশ হামলা চালিয়েছে। সেইসময় বুশরা বেগম একাই ছিলেন বলে জানান ইমরান খান। বুশরা বেগম ইমরান খানের স্ত্রী। 

ইমরান খান এই নিয়ে প্রশ্ন করেছেন, কোন আইনে তারা এটা করছে?

অন্যদিকে পাঞ্জাবের তথ্যমন্ত্রী আমির মীর বলেছেন, পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। হিংসাত্মক কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে এ অভিযান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭