ওয়ার্ল্ড ইনসাইড

পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ৪৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/02/2018


Thumbnail

পেরুতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে ১০০মিটার গভীর গিরিখাতে পড়ে অন্তত ৪৪ জন নিহত হয়েছে। বুধবার দেশটির দেশটির দক্ষিণে পার্বত্য আরেকিপা অঞ্চলের ওকোনা জেলার পানামেরিকানা সুর মহাসড়কের একটি বাঁকে এই দুর্ঘটনা ঘটে।

তবে বাসে আরও বেশি যাত্রী ছিল বলে দাবি করেছে দেশটির পুলিশ। তারা বলছে বাসটিতে পথে আরও অনেক যাত্রী উঠেছিল। তাদের নাম রেজিস্টারে লিপিবদ্ধ করা হয় নি।

এ ঘটনায় নিহতদের স্বজনদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট পেদ্রো পাবলো কুইজিনস্কি।

এই বছর জানুয়ারিতে পেরুর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ট্রাকের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৪৮ জন নিহত হয়। পেরুতে প্রায়ই এমন ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার কারণ হিসেবে দেশটির অনিরাপদ সড়ক ও চালকদের দক্ষতার অভাবকেই দায়ী করা হচ্ছে।

বাংলা ইনসাইডার/ডিজি/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭