ইনসাইড গ্রাউন্ড

গ্রাজুয়েট সাকিব


প্রকাশ: 19/03/2023


Thumbnail

মাঠের খেলায় তিনি বরাবরই সেরা। অর্জনেও অন্যদের থেকে যোজন যোজন এগিয়ে তিনি। সেই সাকিব আল হাসান অর্জনের ঝুঁলিতে যোগ করলেন আরেকটি পালক। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে গ্র্যাজুয়েট ডিগ্রী অর্জন করেছেন সাকিব আল হাসান।

রোববার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের সমাবর্তন অনুষ্ঠিত হয়। আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে বাধ্যতামূলক অনুশীলন নেই। তাই এ অনুষ্ঠানে যোগ দিতে নিজের বিশ্ববিদ্যালয়ে আসেন সাকিব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের ২০০৯-১০ সেশনের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ছাত্র সাকিব সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্যও দিয়েছেন। এ সময় তিনি স্বপ্ন পূরণের কথা বলেন। মাঠের অনেক অর্জনের পরও সবসময় এই দিনটির স্বপ্ন দেখতেন বলে জানান এই বিশ্বসেরা অলরাউন্ডার। বক্তব্যে তিনি বলেন, ‘টেস্ট ক্যাপ পাওয়ার সময় যে অনুভূতি হয়েছিল, আমার এখনকার অনুভূতিটা সে রকমই। আমি ক্রিকেটে অনেক কিছু অর্জন করতে পারি। কিন্তু পড়াশুনার ক্ষেত্রে সর্বোচ্চ সার্টিফিকেট পাওয়ার স্বপ্নটা আমার সব সময়ই ছিল।’

বিশ্ববিদ্যালয়টির ২১তম সমাবর্তনে সাকিবকে বিশেষ পদকও দেওয়া হয়। পাঠক্রমবহির্ভূত কার্যক্রমের জন্য ডা. আনোয়ারুল আবেদীন লিডারশিপ পদকটি সাকিবের গলায় পরিয়ে দেন সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করা শিক্ষামন্ত্রী দীপু মনি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭