ইনসাইড গ্রাউন্ড

এল ক্লাসিকো রোমাঞ্চের রাত


প্রকাশ: 19/03/2023


Thumbnail

স্প্যানিশ লা লিগায় রোমাঞ্চকর রাতের অপেক্ষায় রয়েছে ফুটবল প্রেমীরা। রাতে এল ক্লাসিকোয় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। চলতি বছর এরই মধ্যে দুবার মঞ্চস্থ হয়েছে এল ক্লাসিকো। জানুয়ারিতে বছরের প্রথম ক্লাসিকোতে রিয়ালকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছিলো বার্সা। আরেক টুর্নামেন্ট কোপা দেল রে'র সেমিফাইনালের প্রথম লেগেও রিয়ালকে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছে কাতালানরা। এবার দুই দলের দেখা হচ্ছে লা লিগায়।

লা লিগার শিরোপা দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে বার্সা। ২৫ ম্যাচ শেষে ৬৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে জাভি হার্নান্দেজের শিষ্যরা। ইউরোপিয় টুর্নামেন্টগুলোতে সুবিধা করে উঠতে না পারলেও চার মৌসুম পর লিগ শিরোপা পুনুরুদ্ধার করতে চায় দলটি। সবশেষ পাঁচ ম্যাচের ৩টিতেই জিতেছে কাতালানরা।

অন্যদিকে বার্সার সমান ২৫ ম্যাচ খেলেও তাদের থেকে ৯ পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। তাতে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে লা লিগা শিরোপা হারানোর শঙ্কায় রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে সবশেষ ম্যাচে এস্পানিওলকে হারিয়ে খানিকটা চনমনে হয়েই মাঠে নামবে গ্যালাকটিকোরা।

তবে বার্সাকে হারাতে তাদের রক্ষণের কঠিন পরীক্ষা দিতে হবে রিয়াল মাদ্রিদকে। সম্প্রতি রক্ষণ জমাট রাখার কৌশলে যথেষ্ট সফল হয়েছে বার্সেলোনা। চলতি মৌসুমে মাত্র ৮ গোল হজম করেছে তারা, ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এখনও পর্যন্ত এর চেয়ে কম গোল হজম করেনি আর কোনো দল। রিয়াল কোচ কার্লো আনচেলত্তিও চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন এটিকে।

নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে লস ব্লাকোসদের বিপক্ষে মাঠে নামবে কাতালানরা। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭