ইনসাইড গ্রাউন্ড

অস্ট্রেলিয়ার কাছে উড়ে গেলো ভারত


প্রকাশ: 19/03/2023


Thumbnail

উপমহাদেশের মাঠে সাধারণত চাপে থাকে বাইরের দলগুলো। আর যদি তা হয় ভারত, সেখানে স্বাগতিকদের দাপট দেখানোটাই তো অনুমিত। তবে বিশাখাপত্তমে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার সামনে টিকতেই পারেনি ভারত। ১০ উইকেটে রোহিত শর্মার দলকে হারিয়ে সিরিজে ১-১ এ সমতা আনলো অজিরা। 

প্রকৃতির চোখ রাঙানি নিয়ে শুরু হয় ম্যাচটি। টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। তবে শুরুটা ভারতের হয় দুঃস্বপ্নের মতো। মিচেল স্টার্কের তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। যার শুরুটা হয় স্টার্কের প্রথম ওভারে শুবমান গিলের আউট দিয়ে। শরীরের বাইরে বল খেলতে গিয়ে পয়েন্টে লাবুশেনের হাতে ক্যাচ দেন গিল। পঞ্চম ওভারে স্টার্কের অফস্টাম্পের বাইরে বল খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দেন অধিনায়ক রোহিত শর্মা। 

দুই ওপেনারের  জোড়া ধাক্কা সামলাতে নামা সূর্যকুমার প্রথম বলেই পড়েন এলবিডব্লিউর ফাঁদে। খানিক পর একই পরিণতি হয় আগের ম্যাচে ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলা লোকেশ রাহুলেরও। নবম ওভারে শেন অ্যাবটের কাছে পরাস্ত হন হার্দিক পান্ডিয়া। তাতে পাওয়ার প্লের ভেতরে ৪৯ রান তুলতেই ৫ উইকেট হারায় ভারত। ২০১৯ বিশ্বকাপের পর ভারত প্রথমবার পাওয়ার প্লে'তো চার বা তার বেশি উইকেট হারালো।

কোহলি ও জাদেজার ব্যাটে ভর করে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছিলো ভারত। তবে সে স্বপ্নে জল ঢেলে দেন আরেক পেসার নাথান এলিস। ৩১ রানে কোহলিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। যা দলের পক্ষে সর্বোচ্চ খানিক পর তার বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ১৬ রান করা রবীন্দ্র জাদেজা। তাদের বিদায়ের পর একাই যা একটু লড়াই করেছেন অক্ষর প্যাটেল। তার অপরাজিত ২৯ রানে ভর করে একশো পার করে ভারত। আর কোন ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেন নি। 

শেষে অ্যাবোট আরো দুই উইকেট তুলে নিয়ে ভারতে ইনিংসের লেজের অংশটা গুটিয়ে দেন। শেষ ব্যাটসম্যান হিসেবে মোহাম্মদ সিরাজের স্টাম্প ভেঙে দেন স্টার্ক। ভারত অলআউট হয় ১১৭ রানে। যা ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বনিম্ন রানের স্কোর। আর যে কোন প্রতিপক্ষের বিপক্ষে ভারতের চতুর্থ সর্বনিম্ন স্কোর।

ওয়ানডেতে এক ম্যাচে নবম বারের মতো ৫ উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন মিচেল স্টার্ক। ম্যাচে পাঁচ উইকেটের দিক থেকে স্টার্ক এখন ওয়ানডে ইতিহাসে যৌথভাবে তৃতীয়। ব্রেট লি ও শহীদ আফ্রিদির তাঁর ম্যাচে ৫ উইকেট এখন ৯টি। ১৩ ও ১০টি নিয়ে প্রথম দুইয়ে যথাক্রমে ওয়াকার ইউনিস ও মুত্তিয়া মুরালিধরন।

যে উইকেটে টিকতেই পারেনি ভারতের ব্যাটসম্যানরা। সেটাকেই রীতিমতো ব্যাটিং পিচে পরিণত করেন দুই অজি ওপেনার মিচেল মার্শ-ট্রাভিস হেড। ভারতীয় বোলারদের শাসন করে অবিচ্ছিন্ন জুটিতে মাত্র ১১ ওভারেই জয় তুলে নেন দুজনে। ৬টি করে ছয় ও চারে ৬৬ রানের ইনিংস খেলেন মার্শ। ফিফটি পেয়েছেন হেডও। ৫১ রানে অপরাজিত থাকেন তিনি।

অস্ট্রেলিয়ার এই জয়ে লজ্জার একটি রেকর্ড সঙ্গী হয়েছে ভারতের। বল বাকি থাকার দিক থেকে এটিই ভারতের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বড় হার। এর আগে ২০১৯ সালে নিউজিল্যান্ডের কাছে ম্যাচ হেরেছিল ১৪.৪ ওভারের মধ্যে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭