ইনসাইড গ্রাউন্ড

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, লক্ষ্য সিরিজ জয়


প্রকাশ: 20/03/2023


Thumbnail

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে আইরিশ অধিনায়ক অ্যান্ডু বালবিরনি।

প্রথম ম্যাচে রেকর্ড গড়া জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। দলও আছে ফুরফুরে মেজাজে। আগের ম্যাচের বড় জয়ে আত্নবিশ্বাসী ক্রিকেটাররা। এই ম্যাচেও জয় তুলে নেয়ার লক্ষ্য দলের। আবহাওয়া মেঘলা ও উইকেটে খানিকটা ঘাস থাকায় টসে জিতলে বোলিংয়ের সিদ্ধান্তই নিতেন বলে জানান অধিনায়ক তামিম ইকবাল। তবে সে বিষয়ে না ভেবে মাঠে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করার কথা জানিয়েছেন তামিম।

উইকেটের আচরণ অনুযায়ী ব্যাটিং করতে পারলে আয়ারল্যান্ডকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দেয়া সম্ভব বলে মনে করছেন তামিম। তবে প্রথম ম্যাচের একাদশ থেকে পরিবর্তন এসেছে দ্বিতীয় ম্যাচে। মুস্তাফিজুর রহমানের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন তরুণ পেসার হাসান মাহমুদ। ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হয়েছিলো হাসানের। এরপর অবশ্য টি-টোয়েন্টি দলে নিয়মিত হয়ে উঠলেও ওয়ানডেতে খুব একটা সুযোগ পান নি এই সম্ভাবনাময় ডানহাতি পেসার। মাত্র ৬টি ওয়ানডে খেলেছেন তিনি। শিকার ৮ উইকেট। যার মধ্যে ক্যারিবিয়ানদের বিপক্ষে অভিষেক সিরিজে এক ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন হাসান।

দলে পরিবর্তন এসেছে আইরিশদেরও। লেগ স্পিনার গ্যারেথ ডিলানির জায়গায় একাদশে ঢুকেছেন বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার ম্যাথিউ হামফ্রিস।

দুই দলের একাদশ:

বাংলাদেশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির রাব্বি, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ।

আয়ারল্যান্ড: অ্যান্ডু বালবিরনি, পল স্টারলিং, স্টিফেন দোহেনি, হ্যারি টেক্টর, লরকান টাকার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, ম্যাথিউ হামফ্রিস, মার্ক অ্যাডায়ার, গ্রাহাম হিউমে, অ্যান্ডি ম্যাকব্রাইন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭