ইনসাইড গ্রাউন্ড

পাওয়ার প্লেতে ধীর শুরু বাংলাদেশের


প্রকাশ: 20/03/2023


Thumbnail

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে আইরিশ অধিনায়ক অ্যান্ডু বালবিরনি। আগের ম্যাচের ধারাবাহিকতা ধরে রেখে এই ম্যাচেও জয় তুলে নিতে চায় বাংলাদেশ।

তবে বাংলাদেশের ইনিংসের শুরুটা হয়েছে ধীর গতিতে। মার্ক অ্যাডায়ারের প্রথম ওভার থেকে মাত্র ৩ রান তুলতে পারে বাংলাদেশ। তবে পরপর দুটি ওভার মেডেন দিয়ে শুরুতেই স্বাগতিকদের চাপে ফেলে দেয় আইরিশরা। উইকেট থেকে শুরুর দিকে সহায়তা পেয়েছে বোলাররা। তাই একটু সাবধানে ব্যাট চালান দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস।

৮ম ওভারে পেসার গ্রাহাম হিউমের উপর তান্ডব চালায় লিটন দাস। সে ওভার থেকে ১২ রান তুলে নিয়ে স্কোরবোর্ড সচল রাখে বাংলাদেশ। তবে ১০ম ওভারের শেষ বলে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে রান আউটের শিকার হন তামিম। নন স্ট্রাইকিং প্রান্ত থেকে তিনি ক্রিজে ঢোকার আগেই মার্ক অ্যাডায়ারের থ্রো স্টাম্পে লাগলে সাজঘরে ফিরতে হয় বাংলাদেশ অধিনায়ককে। ২৩ রান আসে তার ব্যাট থেকে। প্রথম পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ১ উইকেটে ৪২ রান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭