ইনসাইড গ্রাউন্ড

ব্যাটারদের যেনো আজ মাইলফলকের দিন


প্রকাশ: 20/03/2023


Thumbnail

মুশফিকুর রহিমের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডের পর সিলেটের মাঠে এবার বাগড়া দিয়েছে বৃষ্টি। বাংলাদেশের রেকর্ডগড়া ৩৪৯ রানের সংগ্রহের পর মাঝবিরতিতে বৃষ্টি শুরু হয়েছে। এতে দ্বিতীয় ইনিংস শুরু হতে বিলম্ব হচ্ছে। শেষ পর্যন্ত ম্যাচ মাঠে গড়ায় কত ওভারে সেটাই দেখার বিষয়।

অফিশিয়াল কাট-অফ টাইম ৯-৩৩ মিনিট, মানে এ সময়ের মধ্যে শুরু হতে হবে খেলা। ওয়ানডে ম্যাচে ফল আনতে ন্যূনতম ২০ ওভার খেলা হতে হয়। ডিএলএস পদ্ধতিতে ২০ ওভারে আইরিশদের লক্ষ্য দাঁড়াবে ১৮৫ রান। এখনো অবশ্য বৃষ্টি থামেনি, তোপও আছে প্রায় আগের মতোই। দর্শকেরা এখনো অপেক্ষায়।

কিন্তু এদিকে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য আজ যেনো মাইলফলক ছোঁয়ার দিন ছিলো।

আয়ারল্যান্ডের বিপক্ষে আজ দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে সবার আগে মাইলফলকের দেখা পান তামিম ইকবাল। ৩১ ব্ব্যল খেলে ব্যাক্তিগত ১৪ রানে আউট হয়ে ফিরলেও এর মাঝেই ছুঁয়ে ফেলেছেন নতুন ফাইলফলক। আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলকের দেখা পান তামিম। এরপর লিটন তাঁর ৭০ (৭১) রানের ইনিংসে দেখা পান ওয়ানডেতে যৌথভাবে বাংলাদেশের হয়ে দ্রুততম ২ হাজার রানের মাইলফলকের। তালিকায় এরপরে আছেন মাঠে ঝড় তোলা মুশফিকুর রহিম। 

আগের ম্যাচেও মিস্টার ডেপেন্ডেবল নামে পরিচিত এই অভিজ্ঞ ব্যাটারকে দেখা গেছে বিধ্বংসী ইনিংস খেলতে। তবে ওই ম্যাচে ২৬ বলে ৪৪ রান করে আউট হয়ে গেলেও আজ দ্বিতীয় ম্যাচে আর মুশফিককে আউট করতে পারেননি কোনো আইরিশ বোলার।

বরং, সফরকারী আয়ারল্যান্ড বোলারদের উইকেটের চারদিকে পিটিয়ে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি করলেন মুশফিক। এরই সাথে পেছনে ফেলে দিলেন অধিনায়ক সাকিব আল হাসানের রেকর্ড।

আয়ারল্যান্ডের বিপক্ষে ইনিংসের একেবারে শেষ বলে এসে গ্রাহাম হিউমের কাছ থেকে এক রান নিয়ে সেঞ্চুরি পূরণ করেন মুশফিক। সে সঙ্গে বসে গেলেন রেকর্ডের পাতায়। ৬০ বলে ১৪ বাউন্ডারি এবং ২ ছক্কায় তিন অংকের ঘরে পৌঁছালেন তিনি। ওয়ানডে ক্রিকেটে মুশফিকের এটা ৯ম সেঞ্চুরি।

এর আগে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি ছিল সাকিব আল হাসানের ৬৩ বলে। ২০০৯ সালের ১১ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে এই রেকর্ড গড়েছিলেন সাকিব।

সেঞ্চুরির আগে আরও একটি গৌরবময় মাইলফলক স্পর্শ করেছিলেন মুশফিকুর রহিম। ৫৫ রানে পৌঁছার পরই তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে ওয়ানডেতে পূরণ করে ফেলেন ৭ হাজার রানের মাইলফলক। এরপর তৌহিদ হৃদয়কে নিয়ে বাংলাদেশের রানকে আইরিশদের নাগালের বাইরে নিতে শুরু করেন বিধ্বংসী ব্যাটিং।

এছাড়া ওভারের হিসেবে এত পরে নেমে মুশফিকের আগে সেঞ্চুরি করেননি আর কোনো বাংলাদেশি ব্যাটসম্যান

মুশফিকুর রহিম আজ ছয় নম্বরে নেমেছিলেন ৩৪তম ওভারে। ছয় বা এর পরে নেমে মুশফিকের আগে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেছেন আরও পাঁচ জন—অলক কাপালি, নাসির হোসেন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ।

তবে ইনিংসে মুশফিকের মতো এত কম ওভার বাকি থাকতে ব্যাটিংয়ে নেমে এর আগে সেঞ্চুরি করেননি কেউ। স্বাভাবিকভাবেই বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও অমনই বলে। মুশফিকের আগে ওভারের হিসেবে সবচেয়ে পরে নেমেছিলেন অলক কাপালি। ২০০৮ সালে এশিয়া কাপে ভারতের বিপক্ষে অলক খেলেছিলেন ৯৬ বলে ১১৫ রানের ইনিংস, ২৪তম ওভারে নেমেছিলেন তিনি। বাংলাদেশ ৬ উইকেটে সেবার ২৮৩ রান তুললেও হেরেছিল ৭ উইকেটে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭