ইনসাইড গ্রাউন্ড

ফাইনাল নিশ্চিতে বিশ্বকাপের টিকেট পেল বাংলাদেশ


প্রকাশ: 20/03/2023


Thumbnail

পল্টনের ভলিবল স্টেডিয়ামে থাইল্যান্ডকে ৪৫-২৬ পয়েন্টে হারিয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির ফাইনাল নিশ্চিত করে দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। 

সোমবার (২০ মার্চ) থাইল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। 

ফাইনালে উঠার সাথে নিশ্চিত হল আগামী বছরের কাবাডি বিশ্বকাপ খেলার টিকেটও। ম্যাচের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। শুরুতেই ২ পয়েন্ট নিয়ে এগিয়ে থাকে থাইল্যান্ড। বারবার রেইড দিয়েও বাংলাদেশ কোনো পয়েন্ট আদায় করতে না পারলে এক পর্যায়ে ৭-৪ পয়েন্টে পিছিয়ে থাকে বাংলাদেশ।  পরবর্তীতে তুহিনের রেইডে থাইল্যান্ডকে অলআউট করে আসে ‘লোনা’। এরপর আর পিছিয়ে থাকতে হয় নি বাংলাদেশের। ১৭-১১ পয়েন্টে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।  

বিরতির পর ছন্দে চলে আসে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে তেমন কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি থাইল্যান্ড। এ অর্ধে বাংলাদেশ ১৮ পয়েন্ট ও থাইল্যান্ড ১৫ পয়েন্ট তুলে নেয়। 

ম্যাচে বাংলাদেশ পেয়েছে মোট তিনটি লোনা এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার পান অধিনায়ক তুহিন তরফদার। মঙ্গলবার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চাইনিজ তাইপে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭