ওয়ার্ল্ড ইনসাইড

সুটকেসে সন্তান পাচার, বাবাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/02/2018


Thumbnail

আইভরি কোস্টের আট বছরের এক শিশুকে সুটকেসে করে মরক্কো থেকে স্পেনে পাচার করা হয়েছিল। তবে সন্তানকে যে এভাবে পাচার কর হচ্ছিল, জানতেন না শিশুটির পিতা। আর এ কারণে তাকে শুধুমাত্র ৯২ ইউরো জরিমানা করেছে স্পেনের এক আদালত। 

তবে সরকারি আইনজীবীরা এই অপরাধের শাস্তি হিসেবে পিতা আলী ওয়াত্তারার কারাদণ্ড চেয়েছিলেন।

শিশুটির নাম আদু। এখন তার বয়স ১০। আদালতে আদু সাক্ষ্য দিয়েছে, বলেছে, ‘আমি এবং আমার বাবা, আমরা কেউই জানতাম না যে আমাকে একটি সুটকেসের ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে।’

সুটকেসের ভেতরে পাচার হওয়ার সময়কার অভিজ্ঞতার কথাও আদু বিচারকদের জানিয়েছে। সে জানায় যখন তাকে যখন সুটকেসে ভরে বহন করা হচ্ছিল তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল।

২০১৫ সালের মে মাসের ঘটনা। মাত্র ১৯ বছর বয়সী একটি মেয়েকে ভারী একটি ব্যাগ টেনে নিতে দেখে মরক্কো ও স্পেনের সুতা দ্বীপের সীমান্তের কর্মকর্তারা তাকে থামান। কর্মকর্তারা ভেবেছিলেন হয়তো মাদক চোরাচালান হচ্ছে। কিন্তু ব্যাগ স্ক্যান করে শিশুটিকে দেখে তারা অবাক হয়ে যান।

এখন আদু তার মায়ের সঙ্গে পারিসিয়ানে থাকে। তবে সাক্ষ্য দিতে সে স্পেনের সুতা দ্বীপের একটি আদালতে এসেছিলো। তারা বাবা স্পেনের উত্তরাঞ্চলে নতুন করে তাদের জীবন শুরু করবেন বলে জানান।


বাংলা ইনসাইডার/ডিজি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭