ইনসাইড গ্রাউন্ড

রাশিয়াকে নিয়ে সতর্ক বাংলাদেশ


প্রকাশ: 21/03/2023


Thumbnail

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে এবার কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভূটানকে ৮-১ গোলে উড়িয়ে শুভ সূচনা করেছে মেয়েরা। শক্তি-সামর্থ্যের হিসেবে রাশিয়া বাংলাদেশের থেকে যোজন যোজন এগিয়ে। তারপরও টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দলের সাথে প্রতিদ্বন্দ্বীতা করতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা। এই প্রথম ইউরোপের কোন দলের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রাশিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলবে রাশিয়া। ম্যাচপূর্ব সংবাদ সম্মলনে বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন জানান, রাশিয়ার বিপক্ষে পরীক্ষা দিতে প্রস্তুত তৃষ্ণা-প্রীতিরা। ইউরোপের দলটির বিপক্ষে শতভাগ আত্মবিশ্বাস নিয়ে খেলবে তার দল।

এসময় মেয়েদের মাঠের খেলায় তিনি সন্তুষ্ট বলেও জানান তিনি। “যে ধরনের ফুটবল আশা করেছিলাম মেয়েদের কাছে, মাঠে তারা সেটাই করেছে। পুরো ম্যাচে ছন্দ ধরে রাখতে পেরেছে দল। কিছু সুযোগ নষ্ট হয়েছে, তা না হলে ব্যবধান আরো বাড়তে পারতো। তবে তাতে ফুটবলারদের দোষারোপের কোন সুযোগ নেই। তারা নিজেদের সেরাটাই দিয়েছে। সামনের ম্যাচগুলোতে আমাদের প্রতিটা মুহূর্তে সতর্ক থাকতে হবে।”

রাশিয়ার বিপক্ষে ম্যাচের ফল গড়ে দিতে পারে টুর্নামেন্টর বাকি পথচলার সুর। তবে এটিকেই ফাইনাল হিসেবে দেখছেন না মেয়েদের কোচ। প্রথমবারের মতো ইউরোপীয় দলের বিপক্ষে ম্যাচটি নিয়ে রোমাঞ্চিত তিনি। “আমাদের কাছে প্রতিটি ম্যাচই ফাইনাল। এখানে সবাই কঠিন প্রতিপক্ষ। ভারত, নেপাল, রাশিয়া কাউকেই ছোট করে দেখার কোনো সুযোগ নেই।”

বাংলাদেশ নিয়ে প্রতিপক্ষ রাশিয়ার খুব বেশি জানাশোনা নেই। প্রতিযোগিতা শুরুর আগে তেমনটাই জানিয়েছিলেন রাশিয়ার কোচ ইয়েলিনা মেদভেদ। একমাত্র ভারতের বিষয়েই যা খানিকটা তথ্য রয়েছে। তবে অবস্থা যাই হোক না কেন, টুর্নামেন্টের শিরোপা জয়ের প্রত্যাশা করছে রাশিয়া।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭