ইনসাইড পলিটিক্স

অ্যাডভোকেট কামরুলের অপসারণ চায় মুক্তিযোদ্ধা মঞ্চ


প্রকাশ: 21/03/2023


Thumbnail

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এপিএস নুর উদ্দিনের পক্ষে আইনি লড়াই করায় অ্যাডভোকেট কামরুল ইসলামকে আওয়ামী লীগকে থেকে অপসারণের দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ।

মঙ্গলবার (২১ মার্চ) সকালে জাতীয় জাদুঘরের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচীতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীকে বারবার হত্যা চেষ্টাকারী তারেক রহমানের এপিএস নূর উদ্দিন পক্ষে কোন আওয়ামী লীগ নেতার আইনি লড়াই কাম্য নয়। এ কারণে কামরুল ইসলাম দলে থাকার নৈতিক ভিত্তি হারিয়েছেন।

বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির পক্ষে লড়াই করা মানে মুক্তিযুদ্ধকেই অস্বীকার করা। অবিলম্বে কামরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের দাবি জানান মুক্তিযুদ্ধ মঞ্চে নেতারা।

উল্লেখ্য, অর্থপাচার প্রতিরোধ আইন ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আপিল বিভাগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) আসামি নুর উদ্দিন আহমেদ অপুর পক্ষে শুনানি করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ বিতর্কের জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতে আইনজীবী কামরুল ইসলাম বলেছেন, ‘যদি জানতাম আসামি তারেক রহমানের এপিএস ছিলেন, তাহলে কখনও এ মামলায় শুনানি করতাম না।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭