ইনসাইড গ্রাউন্ড

প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনায় মেসি-দি মারিয়ারা


প্রকাশ: 22/03/2023


Thumbnail

২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর আর মাঠে নামেনি আর্জেন্টিনা। ১৯৮৬ সালের পর সবশেষ আসরে বিশ্বকাপ জিতে ৩৬ বছরের শিরোপা খরা কাঁটিয়েছে আলবিসিলেস্তেরা। ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে ফাইনালের পর এই প্রথম মাঠে নামার অপেক্ষায় প্রহর গুণছে বিশ্ব চ্যাম্পিয়নরা। শুক্রবার পানামার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসি-দি মারিয়ারা।

উত্তর আমেরিকার দেশ পানামা প্রতিপক্ষ হিসেব খুব শক্তিশালী কেউ নয়। মূলত আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের উদযাপনের অংশ হিসেবে আয়োজিত হচ্ছে ম্যাচটি। প্রথমবার তিন তারকা জার্সি পড়ে মাঠে নামতে মুখিয়ে আছেন ফুটবলাররা। ম্যাচটি খেলতে এরই মধ্যে আর্জেন্টিনায় পৌঁছেছেন লিওনেল মেসিসহ ইউরোপের নানা ক্লাবে খেলা বিশ্বকাপ জয়ী দলটির ফুটবলাররা। শুরু করে দিয়েছেন অনুশীলন। সেই সাথে বিশ্বকাপের পর দেশে ফিরে জয় উদযাপন শেষে আবার পুনর্মিলনী ঘটলো মেসি-দি মারিয়া-দি পলদের। অনুশীলনেও বিরাজ করছে উৎসবের আমেজ।

বুয়েন্স এইরেসের আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের মাঠে প্রস্তুতি সারছে আকাশি-নীল জার্সিধারীরা। ফুরফুরে মেজাজে সতীর্থদের সাথে খুনসুটিতে মেতে উঠতে দেখা গেছে এনজো ফার্নান্দেজ-লিসান্দ্রো মার্তিনেজদের। তবে সহজ প্রতিপক্ষ হলেও ম্যাচটি নিয়ে সচেতন আর্জেন্টিনা।

শুক্রবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় বুয়েনস এইরেসের বিখ্যাত মনুমেন্টাল স্টেডিয়ামে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচ ঘিরে ভক্ত-সমর্থকদের উন্মাদনারও কমতি নেই। এরই মধ্যে ম্যাচটির ৬৩ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে। মাঠে খেলা গড়ানোর আগে এই সংখ্যাটা যে বাড়ছে তা তো নিশ্চিতভাবেই বলা যায়। পানামার মুখোমুখি হওয়ার পর ২৮ মার্চ কুরাকাওয়ের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭