ইনসাইড গ্রাউন্ড

খ্যাতির বিড়ম্বনার শিকার মেসি


প্রকাশ: 22/03/2023


Thumbnail

পানামার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনায় অবস্থান করছেন দেশটির তারকা ফুটবলার লিওনেল মেসি। এমনিতেই আর্জেন্টিনাতে মেসির জনপ্রিয়তা আকাশচুম্বী। হাতেগোণা যে কয়েকজন কড়া সমালোচক ছিলেন, বিশ্বকাপ জয়ের পর তারাও নিজেদের ভোল পাল্টে স্রোতে গা ভাসিয়েছেন। বিশ্বকাপ জয় উদযাপনের অংশ হিসেবে প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনায় ফিরে, সেই খ্যাতির বিড়ম্বনার স্বাদ পেলেন লিওনেল মেসি। স্ত্রী-সন্তানদের নিয়ে রাতে ডিনার করতে গিয়ে ভক্ত সমর্থকদের চাপে খাবারও শেষ করতে পারেন নি এই তারকা।

দলের সাথে অনুশীলন শেষে বুয়েনস এইরেসের পালের্মোয় ডন হুলিও রেস্তোরাঁয় স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো ও সন্তানদের নিয়ে গিয়েছিলেন মেসি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ক্লারিন’ জানিয়েছে, মেসির খেতে যাওয়ার খবর চাউর হতেই রেস্তোরাঁর আশপাশে ভিড় জমে যায় ভক্তদের। মানুষের চাপে রেস্তোরার সামনের রাস্তায়ও চলাচল বন্ধ হয়ে যায়। প্রিয় তারকাকে এক নজর দেখতে মুহুর্তেই জড়ো হয়ে যায় কয়েক হাজার মানুষ। সে সময় মেসির সম্মানে রেস্তোরাঁর বাইরে দাঁড়িয়েই ‘মুচাচোস’ গান গেয়েছেন আর্জেন্টাইন ভক্তরা। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচে এই গান গেয়েছেন আর্জেন্টিনার ভক্তরা।

জনতার ভিড়ে মেসি তাঁর পরিবার নিয়ে শান্তিতে খাওয়াটাও শেষ করতে পারেননি। তার আগেই উঠে বের হয়ে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, মেসি পরিবার নিয়ে বের হওয়ার সময় তাঁকে ছেঁকে ধরেছিলেন ভক্তরা। পরিস্থিতি মোকাবেলায় রেস্তোরাঁর গেটের চারপাশে ব্যারিকেড দিয়ে রাখে পুলিশ। পরে পরিবার নিয়ে জনতার চাপের মধ্যেও হাসিমুখে গাড়িতে উঠেছেন এলএমটেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭