ইনসাইড বাংলাদেশ

নেশা জাতীয় ইনজেকশন রাখার দায়ে এক জনের যাবজ্জীবন


প্রকাশ: 22/03/2023


Thumbnail

জয়পুরহাটে নেশা জাতীয় ইনজেকশন রাখার দায়ে ফরহাদ আলী (৫৫) এক জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (২২ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. আব্বাস উদ্দিন এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি কৌশুলী (জিপি) এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল।

দণ্ডপ্রাপ্ত ফরহাদ আলী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার শান্তিপাড়া দর্শনা গ্রামের মৃত আদম আলীর ছেলে। তিনি জামিন নিয়ে পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ১০ জুলাই নেশা জাতীয় বুপ্রেনরপিন ইনজেকশন ভারত থেকে চোরাচালানের মাধ্যমে দেশে পাচার করছিলেন মাদক ব্যবসায়ী ফরহাদ আলী। ওই দিনে জেলার পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের চেঁচরা এলাকায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৪০ পিস নেশা জাতীয় ইনজেকশনসহ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় পরের দিন পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ওই বছরের ৩১ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন পাঁচবিবি থানার উপ-পরিদর্শক ফারুক হোসেন। দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

এ মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবি নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি ও বিবাদী পক্ষের আইনজীবি নাজমুল ইসলাম জনি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭