ইনসাইড বাংলাদেশ

৫ শতাংশ লভ্যাংশ দাবিতে গ্রামীণ টেলিকম ট্রাস্ট কর্মীদের মানববন্ধন


প্রকাশ: 22/03/2023


Thumbnail

গ্রামীণ টেলিকম ট্রাস্টের সব কর্মকর্তা কর্মচারীদের প্রাপ্য পাঁচ শতাংশ লভ্যাংশ ও অর্জিত ছুটির পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ মার্চ) জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে গ্রামীণ টেলিকম ট্রাস্টের সাবেক কর্মকর্তা-কর্মচারীরা এ মানববন্ধনের আয়োজন করেন।

ট্রাস্টের কর্মকর্তারা বলেন, ২০১৩ সালের শ্রম আইন অনুযায়ী, প্রতিষ্ঠানের বাৎসরিক লভ্যাংশের পাঁচ শতাংশ শ্রমিকের অংশ। যা বিদ্যমান আইন অনুযায়ী পরিশোধ করার বাধ্যবাধকতা রয়েছে।

গ্রামীণ টেলিকম ট্রাস্টে প্রায় ৪ থেকে ৮ বছর ধরে কাজ করা সাবেক কর্মকর্তারা গত এক বছর ধরে তাদের প্রাপ্য পাঁচ শতাংশ পাওনা পরিশোধের জন্য লিখিত ও মৌখিক আবেদন করে আসছেন। কিন্তু গ্রামীণ টেলিকম ট্রাস্টের বর্তমান ট্রাস্টি এই পাওনা পরিশোধে নীরবতা পালন করছেন, যা শ্রম আইনের লঙ্ঘন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭