ওয়ার্ল্ড ইনসাইড

মুরগির অভাবে কেএফসির ৯০০ আউটলেট বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/02/2018


Thumbnail

ব্রিটেন ও আয়ারল্যান্ডে মুরগির মাংস শেষ হয়ে যাওয়ায় মাত্র কয়েক ঘন্টার নোটিশে বন্ধ হয়ে গেছে ৯০০ কেএফসির দোকান। এর মধ্যে ব্রিটেনেই রয়েছে পাঁচ শত দোকান। এতে দৈনিক ১০ লাখ পাউন্ড করে ক্ষতি হচ্ছে বলে দাবি করেছে কেএফসি।

কেএফসির পক্ষ থেকে বলা হয়েছে ডিএইচএলের কাছ থেকে মাংস নেওয়া শুরু করার পর থেকেই এমন সমস্যা শুরু হয়েছে। আগে যখন বিডভেস্টের কাছ থেকে মাংস নেওয়া হতো তখন কখনো এরকম সমস্যা হয় নি। ডিএইচএল বলছে ‘অপারেশনাল কারণে মুরগির মাংস সর্বরাহে বিঘ্ন ঘটেছে। তারা এই কারণে কেএফসির কাছে দুঃখ প্রকাশ করেছে।

কেএফসি তাদের অনেক কর্মকর্তা ও কর্মচারীকে ছুটি নিতে বলেছে। তবে তারা জানিয়েছে কাউকে ছুটি নিতে বাধ্য করা হবে না।

বাংলা ইনসাইডার/ডিজি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭