ইনসাইড গ্রাউন্ড

পেসারদের তোপে ধুঁকছে আয়ারল্যান্ড


প্রকাশ: 23/03/2023


Thumbnail

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ। তবে বৃষ্টির বাঁধায় এরপর আর একটি বলও মাঠে গড়ায় নি, পরে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। এই ম্যাচে সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্য টাইগারদের।

আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবিরনি। ইনিংসের শুরুতে বেশ সতর্ক ছিলেন দুই ওপেনার। প্রথম ৩ ওভারের সবকটি বলই খেলেছেন স্টিফেন ডোহেনি। লাইন ও লেন্থ ধরে রেখে আইরিশদের উপর চাপ সৃষ্টির চেষ্টা করে হাসান মাহমুদও তাসকিন আহমেদ। সফলতাও পেয়েছেন দ্রুতই। ইনিংসের পঞ্চম ওভারে অফ স্টাম্পের বাইরে গুডলেংথের ডেলিভারিটি ডোহেনির ব্যাটের কানা ছুয়ে জমা হয় মুশফিকের গ্লাভসে। ১২ রানে প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড।

নিয়ন্ত্রিত বোলিংয়ে আইরিশদের রানের চাকা আটকে রাখে বোলাররা। প্রথম ৮ ওভার থেকে মাত্র ২২ রান তুলতে পারে আইরিশরা। সেই চাপ সামলে উঠার আগেই হাসান মাহমুদের তোপে ধস নামে আয়ারল্যান্ডের ব্যাটিং অর্ডারে। অষ্টম ওভারে এই পেসারের জোড়া আঘাতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আয়ারল্যান্ড। 

৯ম ওভারের প্রথম বলে এলবিডব্লুয়ের ফাঁদে ফেলেন আগের ওভারে জীবন পাওয়া স্টারলিংকে। দুই বল পর হ্যারি টেক্টর ডিফেন্ড করেন। বোলার হাসান মাহমুদ ভেবেছিলেন ব্যাট লেগে বল প্যাডে আঘাত করেছে। আবেদনও করেন নি আউটের। তবে মুশফিকুর রহিম ছিলেন আত্নবিশ্বাসী। আম্পায়ারের সিদ্ধান্তে রিভিউ নেয় বাংলাদেশ। রিপ্লেতে দেখা যায় ব্যাটে লাগার আগে হাসানের বলটা ছুঁয়ে গেছে টেক্টরের প্যাড। দুর্দান্ত এক রিভিউয়ে তৃতীয় উইকেট তুলে নেয় স্বাগতিকরা।

পরের ওভারের তাসকিন আহমেদের বলে পরাস্ত হন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবিরনি। ২৬ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে আয়ারল্যান্ড। পাওয়ার প্লের ১০ ওভার শেষে সফরকারিদের সংগ্রহ দাড়ায় ৪ উইকেটে ২৭ রান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭