ইনসাইড গ্রাউন্ড

‘হাইব্রিড’ মডেলে পাকিস্তানেই হবে এশিয়া কাপ


প্রকাশ: 24/03/2023


Thumbnail

পূর্বনির্ধারিত সূচী অনুযায়ী এবারের এশিয়া কাপ পাকিস্তানের মাঠে গড়ানোর কথা থাকলেও আপত্তি জানায় ভারত। তাই পাকিস্তানকে ‘হাইব্রিড’ মডেলের প্রস্তাব দেয় ভারত। অর্থাৎ ভারতের ম্যাচ ছাড়া বাকি সব খেলাই অনুষ্ঠিত হবে পাকিস্তানের মাঠে। শুধু ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে। 

ভেন্যুর তালিকায় রয়েছে দুবাই, ওমান, শ্রীলঙ্কাসহ এশিয়ার বাইরের দেশ ইংল্যান্ডের নামও। ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনায় এমন সিদ্ধান্ত হয়। 

সেপ্টেম্বরে শুরু হওয়া এশিয়া কাপে খেলবে এশিয়ার মোট ৬টি দল। বাংলাদেশের সাথে একই গ্রুপে রয়েছে একই গ্রুপে রয়েছে ভারত পাকিস্তানসহ বাছাইপর্ব খেলা একটি দল। আসন্ন ওয়ানডে ফরম্যাটের এশিয়াকাপ নিয়ে বেশ কিছুদিন ধরে জল ঘোলা করে আসছে ভারত। পাকিস্তানে গিয়ে খেলতে কোনো ভাবেই রাজি নয় ভারত। আবার পাকিস্তান তাদের নিজেদের আয়োজক স্বত্ব অন্য কাউকে দিতে রাজি নয়। 

ভারতকে পাকিস্তান কড়া হুশিয়ারি দিয়ে বলেছে, ভারত যদি পাকিস্তানে খেলতে না আসে তাহলে আসন্ন বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান। তাই এই সমস্যা সমাধানে পাকিস্তানকে ‘হাইব্রিড’ মডেলের প্রস্তাব দেয় ভারত। পাকিস্তানের পাশাপাশি অন্য দেশে রাখা হবে আরেকটি নিরপেক্ষ ভেন্যু। যেখানে খেলবে ভারত দল। কোথায় হবে সেই নিরপেক্ষ ভেন্যু তা এখনো নির্ধারণ করা হয়নি। 

ভারত-পাকিস্তান একই গ্রুপে থাকায় গ্রুপ পর্যায়ের ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। ২০২২ এশিয়া কাপের মতো এবারও থাকছে সুপার ফোর। তাই সুপার ফোরেও দেখা হতে পারে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের। ভারত-পাকিস্তানের মধ্যে ফাইনাল সহ টুর্নামেন্টে সব মিলিয়ে তিনবার মুখোমুখির হওয়ার সম্ভাবনা রয়েছে। 

এশিয়া কাপের ১৩টি ম্যাচের মধ্যে ৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভ্যেনুতে। বাকি সকল ম্যাচ খেলা হবে পাকিস্তানে। তবে নিরপেক্ষ ভেন্যু নির্বাচনে আবহাওয়া বিশেষভাবে বিবেচিত হবে। সেপ্টেম্বরের মাঝে দুবাইয়ে তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রির বেশি। তাই ভেন্যু নির্বাচনে দুইবায়ের সম্ভাবনা খুবই কম। তবে ওমানের মাস্কাটে তাপমাত্রা অনেকটাই নিয়ন্ত্রেণে থাকবে। এছাড়া শ্রীলঙ্কায় নানা সংকটের কারণে গতবছরের এশিয়া কাপের জন্য বিকল্প ভেন্যুর আশ্রয় নেয়। তবে ইংল্যান্ডে ভেন্যু নির্বাচনে আবহাওয়া নিয়ে তেমন ভাবার প্রয়োজন হবে না। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭