ইনসাইড গ্রাউন্ড

ওষুধ দিয়ে সাকিবের ক্যান্সার ফাউন্ডেশনকে সহায়তার আশ্বাস পাপনের


প্রকাশ: 24/03/2023


Thumbnail

দরিদ্র রোগীদের সহায়তার লক্ষ্যে ক্যান্সার ফাউন্ডেশন প্রতিষ্ঠা করলেন সাকিব আল হাসান। 

শুক্রবার (২৪ মার্চ) নিজের ৩৬তম জন্মদিনে এই ঘোষণা দেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনও। যিনি সাকিবের এই মহতী উদ্যোগের প্রশংসা করার পাশাপাশি ওষুধপত্র দিয়ে সহায়তার আশ্বাস দিয়েছেন।

নিজের বক্তব্যে পাপন বলেন, ‘ক্যান্সার হলেই যে মারা যাবে, জীবন শেষ। এমন জিনিস এখন কিন্তু আগের মতো নেই। আমরা যদি সঠিক চিকিৎসা করতে পারি, অনেকে বেঁচে আছি। অন্তত বেশিদিন বাঁচতে পারব। যত তাড়াতাড়ি ক্যান্সার ধরা পড়বে, তত তাড়াতাড়ি সেই মানুষটাকে আমরা সুস্থ করতে পারব। প্রথম কথা হচ্ছে সচেতনতা, আর যেটার সঙ্গে সাকিবের নাম আছে। সচেতনতা তৈরির জন্য এর চেয়ে ভালো কিছু তো আর হতে পারে না। বাংলাদেশে সাকিবের নাম শুনলেই... সচেতনতা কর্মসূচি সফল করার জন্য অবশ্যই এটা একটা ইতিবাচক দিক।’

সাকিবের ক্যান্সার ফাউন্ডেশনকে ওষুধ দিয়ে সহায়তার ব্যাপারে আশ্বাস দিয়ে পাপন বলেন, ‘আমি শুধু এটুকু বলব সাকিবের এই উদ্যোগটা একটা মহতী উদ্যোগ। অবশ্যই আমাদের সাহায্য থাকবে যেকোনো সময়, যেখানে যা লাগে। একটা সুবিধা আছে, আমি আবার ওষুধ শিল্প সমিতির সভাপতি। অবশ্যই ফার্মাসিউটিক্যালস কম্পানি যারা ওষুধ বানাচ্ছি বাংলাদেশে, তারা এই প্রতিষ্ঠানকে যখন যা দরকার সাহায্য করবে। এ ব্যাপারে আমি কথা দিচ্ছি। আমার তরফ থেকে শুধু সাকিব না, এটার সঙ্গে যারা যারা জড়িত আছে, সবাইকে বলে রাখছি- পূর্ণ সমর্থন সবসময় পাবে।’


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭