ইনসাইড গ্রাউন্ড

প্রথমবারের মতো পাকিস্তানকে হারাল আফগানিস্তান


প্রকাশ: 25/03/2023


Thumbnail

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের সাথে টি-টোয়েন্টি সিরিজকে খুব হালকাভাবে নিয়েছিল পাকিস্তান। তাই সিনিয়র খেলোয়াড়দের বিশ্রামে দিয়ে শারজাহতে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এর মাশুলও গুনতে হয়েছে পাকিস্তানকে। শুরুতে ব্যাটিং করতে নেমে আফগানদের বোলিং তোপে ৯২ রানেই গুটিয়ে যায় শাদাব খানের দল। ১৩ বল বাকি থাকতেই উইকেটের বড় ব্যবধানে জয় পায় আফগানিস্তান। টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে এটিই আফগানিস্তানের প্রথম জয়।

আফগানিস্তান সিরিজে মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, হারিস রউফ শাহিন শাহ্ আফ্রিদিদের বিশ্রাম দিয়ে অনেকটা নতুন দল গঠন করে শারজাহতে দল পাঠায় পিসিবি। দলে ডাক পায় দীর্ঘদিন দলের বাইরে থাকা খেলোয়াড়।

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ইনিংসের তৃতীয় ওভারে রান করে বিদায় নেন মোহাম্মদ হারিস। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। কোনো রান না করেই ফারুকির বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন আবদুল্লাহ শফিকি। পিএসএল মাতানো সাইম আইয়ুব ১৭রানের বেশি করতে পারেন নি অভিষেক ম্যাচে। পাওয়ার প্লের ওভারে উইকেট হারিয়ে ৩৯ রান সংগ্রহ করে পাকিস্তান। 

চারে নেমে ১৬ রান করে সাজঘরে ফেরেন তৈয়ব তাহির। বিপিএল পিএসএলে মাঠ কাপানো আজম খান কোনো রানই তুলতে পারেন নি। ২০ রানের কোটায় পৌঁছাতে পারেননি কোনো পাকিস্তানের ব্যাটাররা। ইমাদ ওয়াসিমের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ১৮ রান। মুজিবুর রহমানের স্পিনার বলে ১২ রান করে আউট হন অধিনায়ক শাদাব খান।

উইকেট হারিয়ে ২০ ওভারে শেষ পর্যন্ত ৯২ রানের বেশি তুলতে পারেননি পাকিস্তানের ব্যাটাররা। আফগানদের পক্ষে টি করে উইকেট নেন ফজলহক ফারুকি, মুজিবুর রহমান মোহাম্মদ নবি। টি করে নেন আজমতউল্লাহ ওমরজাই, নাভিন উল হক রাশিদ খান।

সহজ লক্ষ্যে নেমে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। প্রথম ওভারেই দুই উইকেট নেন অভিষিক্ত ইহসানউল্লাহ। ৪৫ রানে মধ্যেই উইকেট তুলে নেয় পাকিস্তানের বোলাররা।

তবে নাজিবউল্লাহ জাদরানকে সাথে নিয়ে অভিজ্ঞ মোহাম্মদ নবির ৫৩ রানের জুটিতে ১৭. ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় রাশিদ খানের দল। মোহাম্মদ নবি ৩৮ বলে ৩৮ রান করে  এবং নজিবুল্লাহ জাদরান ২৩ বলে ১৭ রানে অপরাজিত থাকেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭