ইনসাইড গ্রাউন্ড

এলিটার ইতিহাস গড়া ম্যাচে বাংলাদেশের জয়


প্রকাশ: 25/03/2023


Thumbnail

জয় দিয়েই এলিটা কিংসলের অভিষেক ম্যাচ রাঙালো বাংলাদেশ। শনিবার (২৫ মার্চ) সিলেট জেলা স্টেডিয়ামে তারিক কাজীর গোলে সিশেলসের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে জামাল ভূঁইয়ারা। 

সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশের ম্যাচ দেখতে দর্শকের উপস্থিতি ছিল খুবই কম। দল হিসেবে সিশেলস বাংলাদেশের চেয়েও দুর্বল হলেও বাংলাদেশের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছে সিশেলস। শুরুর দশ মিনিটে বাংলাদেশ তিনটি কর্ণার পেলেও কোনোটিই কাজে লাগাতে পারেনি। ম্যাচের ১৯ মিনিটে সোহেল রানাকে কাটিয়ে দূরপাল্লার বুলেট গতির শট নেন ব্র্যান্ডন রশিদ। তবে লক্ষ্যে রাখতে পারেননি সেই শট। আক্রমণে যায় বাংলাদেশও।

ম্যাচের ৩৩ মিনিটে জামাল ভুঁইয়ার ক্রসে তপুর হেড চলে যায় গোলরক্ষকের গ্লাভসে। অবশেষে ৪২ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। বক্সের একটু সামনে ফ্রি কিক নেন অধিনায়ক জামাল ভুইয়া। সিশেলসের ডিফেন্ডার বক্সের মধ্যে সেই শট হেডে ক্লিয়ার করতে গিয়ে বাংলাদেশের ডিফেন্ডার তারিক কাজীর সামনে পড়ে। আনমার্কড থাকা তারিক কাজী হেডে বল জালে জড়ান। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। 

ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণ করলেও আর কোনো গোলের দেখা পায়নি দুই দলই। ফলে, এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে জামাল ভূঁইয়ারা। সিশেলসের বিপক্ষে জয় পেলেও দাপট দেখাতে পারেনি জামাল-তপুরা। প্রতিপক্ষ হিসেবে অপেক্ষাকৃত দুর্বল দল পেয়েও সুন্দর ও গোছালো ফুটবল খেলতে পারেনি বাংলাদেশ। যদিও এই দুই ম্যাচের জন্য সৌদি আরবে দশ দিনের বেশি থেকেছেন জামালরা।

সিশেলসের বিপক্ষে জয় বাংলাদেশের কোচকেও কিছুটা চাপমুক্ত করবে। কারণ, তার অধীনে এর আগে একটি ম্যাচ ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। ২৮ মার্চ সিলেট জেলা স্টেডিয়ামে সিশেলসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ এই সিরিজের। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭