ওয়ার্ল্ড ইনসাইড

যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডোর আঘাতে নিহত অন্তত ২৩


প্রকাশ: 25/03/2023


Thumbnail

মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে শুক্রবার রাতে ভয়াবহ টর্নেডোর আঘাতে কমপক্ষে ২৩ জনের প্রাণহানি ঘটেছে। টর্নেডোয় বিধ্বস্ত অনেক ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, কয়েকটি গ্রামীণ শহরে ধ্বংসযজ্ঞের সৃষ্টি করেছে ওই টর্নেডো। এসব এলাকায় অনেক গাছ ও বিদ্যুতের লাইন ভেঙে পড়েছে। যে কারণে হাজার হাজার মানুষ বিদ্যুৎ-বিভ্রাটের মুখোমুখি হয়েছেন।

মার্কিন ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, মিসিসিপির উত্তর-পূর্বে সিলভার সিটি এবং রোলিং ফর্কের গ্রামীণ এলাকায় টর্নেডোটি সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছে। প্রায় ৬০ মাইল এলাকাজুড়ে টর্নেডোর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টর্নেডোটি দুর্বল না হয়ে ঘণ্টায় ১১৩ কিলোমিটার বেগে উত্তর-পূর্ব দিকে ছুটে আলাবামা রাজ্যের দিকে অগ্রসর হচ্ছে।

পশ্চিম মিসিসিপির ছোট শহর রোলিং ফর্কের বাসিন্দারা বলেছেন, টর্নেডোর আঘাতে তাদের বাড়ির পেছনের জানালা উড়ে গেছে। ওই এলাকায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তারা।

স্থানীয় বাসিন্দা ব্র্যান্ডি শোয়াহ সিএনএনকে বলেছেন, আমি কখনো এমন টর্নেডো দেখিনি... এটা খুব ছোট শহর এবং শহরটি প্রায় ধ্বংস হয়ে গেছে।

সিএনএন-এর খবরে বলা হয়, উত্তর-পূর্ব জ্যাকসনের ৬০ মাইল এলাকাজুড়ে ১৩ জন মারা গেছে। এছাড়া মিসিসিপি রাজ্যের অন্যান্য অঞ্চলে ঝড়ে কয়েকজন মারা গেছেন। সবমিলিয়ে ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭