কালার ইনসাইড

'৭১-এ আমাদের পূর্বপুরুষেরা যেখান থেকে শুরু করছিলেন সেখান থেকে কতদুর আগাইলাম'


প্রকাশ: 26/03/2023


Thumbnail

দেশের খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। নিজস্ব নির্মাণশৈলীতে দর্শকদের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন তিনি। প্রায় সময়ই নানান ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় নিয়ে খোলামেলা কথা বলেন এই নির্মাতা। তুলে ধরেন নিজের অভিজ্ঞতা ও মতামত।

রোববার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে নিজের মতামত প্রকাশ করে তার ভেরিফায়েড সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট দিয়েছেন ফারুকী।

পাঠকদের জন্য ফারুকীর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

প্রত্যেকটা দেশ আর সমাজই ওয়ার্ক-ইন-প্রগ্রেস! দেখার বিষয় হইলো স্বাধীনতার ৫০ বছরেরও বেশি সময় পরে আমরা বাকস্বাধীনতা, ন্যায়বিচার, নাগরিক অধিকার- এইসব বিষয়ে কতদূর আগাইছি। ৭১-এ আমাদের পূর্বপুরুষেরা যেখান থেকে শুরু করছিলেন সেখান থেকে কতদুর আগাইলাম, এটা ভাবা দরকার। ভাবতে ভাবতে বলি ‘স্বাধীনতা সবার জন্য হোক’। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭