ইনসাইড বাংলাদেশ

ঢাকা শিশু হাসপাতালের সামনে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা


প্রকাশ: 26/03/2023


Thumbnail

ঢাকা শিশু হাসপাতালে চোর সন্দেহে মো.মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (২৬ মার্চ) বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। নিহত মামুন মিরপুর পল্লবী এলাকায় বসবাস করতেন। তার বাবার নাম ফজলুল হক। মামুন পেশায় চা বিক্রেতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন ব্যক্তি রোববার সাড়ে দুপুর ১২টার দিকে শিশু হাসপাতালের গেটের বাইরে থেকে মামুনকে ধরে হাসপাতালের ভেতরে নিয়ে যায়। সেখানে আনসার সদস্য ও অ্যাম্বুলেন্স চালকরা মিলে তাকে মারধর করে। এর কিছু সময় পরেই তার মৃত্যু হয়। মারধরের সময় শিশু হাসপাতালের আনসার সদস্য মোস্তাকিম ও কয়েকজন অ্যাম্বুলেন্স চালক ছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

শেরে বাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) এএসএম আল মামুন জানান, মামুন সকালে একটি মাদক নিরাময় কেন্দ্রে মা ও স্ত্রীর সঙ্গে চিকিৎসা নিতে এসেছিলেন। শেরেবাংলা নগর থানার শিশু হাসপাতালের সামনে ঘোরাফেরা করার সময় চোর সন্দেহে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া জানান, এখন কিছু বলা যাচ্ছে না। হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। আমরা কাজ করছি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭