ইনসাইড গ্রাউন্ড

আইরিশদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ


প্রকাশ: 27/03/2023


Thumbnail

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পর্দা উঠেছে আজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে আইরিশ অধিনায়ক পল স্টারলিং। সাগরিকার উইকেট বিবেচনায় আগে বোলিং এর সিদ্ধান্ত নেয়ার কথা জানান স্টারলিং।

ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি আয়ারল্যান্ড। পুরো সিরিজে একের পর এক রেকর্ড ভেঙেছে গড়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে রেকর্ড রানে জয়ের পর দ্বিতীয় ম্যাচে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে বাংলাদেশ। তবে বৃষ্টিতে ভেসে যায় ম্যাচটি। আর শেষ ম্যাচে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার ১০ উইকেটে জয়ের স্বাদ পায় তামিম ইকবালের দল। বাংলাদেশের বিপক্ষে তাই টি-টোয়েন্টি সিরিজে কঠিন পরীক্ষা দিতে প্রস্তুত আয়ারল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের বিপক্ষে ইতিবাচক ফলের প্রত্যাশা সফরকারিদের।

টস জিতলে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিতে বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানও। তবে টস ভাগ্য নিজেদের হাতে না থাকায় সে নিয়ে ভাবছেন না সাকিব। মাঠে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ শোনা গেছে তার কণ্ঠে। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ক্রিকেটাররা দ্বায়িত্ব নিতে পারলে ফল নিজেদের পক্ষেই আসবে বলে মনে করেন তিনি।

কয়েকদিন আগেই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারানোর অভিজ্ঞতা এখনো তাজা। তাতে আত্নবিশ্বাস বেড়েছে ক্রিকেটারদের। এই সিরিজেও জয়ের সে ধারা অব্যাহত রাখতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচের থেকে ১টি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। তানভীর ইসলামের জায়গায় একাদশে ফিরেছেন নাসুম আহমেদ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭