ইনসাইড গ্রাউন্ড

ব্যাটসম্যানদের দাপটে সুবিধাজনক স্থানে বাংলাদেশ


প্রকাশ: 27/03/2023


Thumbnail

৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে আইরিশ অধিনায়ক পল স্টারলিং। সাগরিকার উইকেট বিবেচনায় আগে বোলিং এর সিদ্ধান্ত নেয়ার কথা জানান স্টারলিং। তবে অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা দেখাতে পারেন নি আইরিশ বোলাররা।

দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদারের ব্যাটে ভর কর দুর্দান্ত সূচনা পায় বাংলাদেশ। হ্যারি টেক্টরের প্রথম ওভারে ১ ছক্কায় আসে ১১ রান। পরের ওভারে আরো মারমুখি হয়ে উঠেন দুই ব্যাটসম্যান। মার্ক অ্যাডায়ারের সে ওভার থেকে ১৪ রান তুলে নেন দুজনে। 

রনি কিছুটা দেখেশুনে খেললেও শুরু থেকেই আগ্রাসী লিটন। চতুর্থ ওভারে বল করতে এসে ১৬ রান দেন ক্রেইগ ইয়ং। তবে পাওয়ার প্লের শেষ ওভারে তান্ডব চালান রনি। মার্ক অ্যাডায়ারের উপর ঝড় বইয়ে দেন সে ওভারে। প্রথম বলে লিটন সিঙ্গেল নিলে স্ট্রাইকে আসেন রনি। পরের বলেই স্ট্রেইটে দারুণ এক ছয় মারেন এই ডানহাতি ব্যাটসম্যান। এরপর টানা ৩ চার মেরে স্কোরবোর্ডে সংগ্রহ বাড়িয়ে নেন পঞ্চম ম্যাচ খেলতে নামা রনি তালুকদার। সে ওভার থেকে ২০ রান নিয়ে পাওয়ার প্লে শেষ করে বাংলাদেশ। নির্ধারিত ৬ ওভারে কোন উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ৮১ রান।

পরের ওভারেও রান তোলার গতি ধরে রাখে বাংলাদেশ। লেগ স্পিনার বেন হোয়াইটের ওভার থেকে ১০ রান তুলে নেন লিটন-রনি। তবে সপ্তম ওভারের প্রথম বলে বাজে শট খেলার খেসারত দেন লিটন। ক্যারিগ ইয়ং এর বল উড়িয়ে খেলতে গিয়ে ব্যাটে-বলে ঠিকমতো মেলাতে পারেন নি। ব্যক্তিগত ৪৭ রানের সময় সহজ ক্যাচ দেন পল স্টারলিং এর হাতে। ৯১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭