ইনসাইড বাংলাদেশ

তারেককে সাড়ে তিন ঘণ্টা জেরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/02/2018


Thumbnail

লন্ডনে ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ দূতাবাসে হামলার ঘটনায় বৃহস্পতিবার জিঙ্গাসাবাদের মুখোমুখি হয়েছেন তারেক জিয়া। লন্ডন পুলিশ এবং স্কটল্যান্ড ইয়ার্ডের পাঁচ সদস্যের একটি দল তারেক জিয়াকে তাঁর বাসভবনে জিঙ্গাসাবাদ করে। লন্ডন পুলিশ সূত্রে জানা গেছে, তারেক লন্ডনে বাংলাদেশ দূতাবাস হামলার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন।

তারেক বলেছেন, হামলার অভিযোগে যাঁদের আটক করা হয়েছিল, তাদের কাউকেই তিনি চেনেন না। তবে, তারেক বলেছেন, ঘটনাটি অনভিপ্রেত। এটা হওয়া উচিত হয়নি। যারাই এটা ঘটিয়েছে অন্যায় করেছে।’ লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে থাকা এই নেতা বলেন, ‘লন্ডন বিএনপি আনুষ্ঠানিক ভাবে ঘটনার জন্য দু:খ প্রকাশ করেছে। আমিও দু:খিত।’ জিঙ্গাসাবাদে জানতে চাওয়া হয়, দূতাবাস ঘেরাও এর কর্মসূচির পরিকল্পনা কার ছিল। জবাবে তারেক বলেছে, আমি কর্মসূচি দিয়েছিলাম দূতাবাসে স্মারকলিপি প্রদান। সেখানে দূতাবাস কর্মকর্তারা খারাপ ব্যবহার করায় এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

তারেককে আবার জিঙ্গাসাবাদ করা হবে বলে লন্ডন পুলিশের তদন্ত দল জানিয়েছে।


বাংলা ইনসাইডার/ডেজএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭