ইনসাইড গ্রাউন্ড

বৃষ্টি আইনে আইরিশদের লক্ষ্য ১০৪ রান


প্রকাশ: 27/03/2023


Thumbnail

বৃষ্টিতে দেড় ঘন্টারও বেশি সময় খেলা বন্ধ থাকার পর শুরু হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টিত খেলা বন্ধ হওয়ার আগে করেছে ৫ উইকেটে ২০৭ রান। বেশ কিছুক্ষণ হালকা বৃষ্টিতে খেলা চালিয়ে গেলেও, বেগ বাড়লে খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন দুই অন ফিল্ড আম্পায়ার। এরপর আর মাঠে নামা হয়নি বাংলাদেশের। আর আইরিশদের সামনে বৃষ্টি আইনে পরিবর্তিত লক্ষ্য দাড়ায় ৮ ওভারে ১০৪ রানের।

লক্ষ্য তাড়া করতে নেমে আইরিশদের শুরুটাও হয় বেশ ভাল। নাসুম আহমেদের করা প্রথম ওভার থেকে ১৮ রান তুলে নেন দুই ওপেনার পল স্টার্লিং ও রস অ্যাডায়ার। স্টার্লিংয়ের ৩টি বাউন্ডারির পর শেষ বলে আরো একটি বাউন্ডারি আসে অ্যাডায়ারের ব্যাট থেকে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭