ইনসাইড গ্রাউন্ড

এল ক্লাসিকোতে অনিশ্চিত কোর্তোয়া


প্রকাশ: 27/03/2023


Thumbnail

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর গতকাল মাঠে নামে বেলজিয়াম। উয়েফা চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বের প্রথম ম্যাচে সুইডেনকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে দেয় বেলজিয়াম। তবে ম্যাচ শেষে সে আনন্দ খানিকটা বিবর্ণ হয়ে ওঠে গোলরক্ষক থিবো কোর্তোয়ার ইনজুরিতে পড়ায়। সুইডিশদের বিপক্ষে ম্যাচটিতে উরুর চোটে পড়েন কোর্তোয়া। তাতে বেশ কয়েকটি ম্যাচের জন্য মাঠের বাইরে চলে গেলেন এই গোলরক্ষক।

ম্যাচে কোনো গোল হজম না করে উল্টো প্রতিপক্ষের জালে ৩টি গোল দিয়ে ইউরোপ সেরার টুর্নামেন্টের বাছাইপর্বের যাত্রা শুরু করে বেলজিয়াম। তবে দেশটির ফুটবল ফেডারেশনের এক ঘোষণায় বেলজিয়ামের এই জয়োল্লাস বেশিক্ষণ স্থায়ী হয় নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেডারেশন জানায়, উরুতে চোট পেয়েছেন কোর্তোয়া। ফলে জার্মানির বিপক্ষে বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাচ্ছে না বেলজিয়াম। বিশ্রামের জন্য এরই মধ্যে রিয়াল মাদ্রিদে ফিরে গেছেন কোর্তোয়া।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, আগামীকাল কোর্তোয়ার উরুর পরীক্ষা–নিরীক্ষা করা হবে। স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর বোঝা যাবে, পুরোপুরি সুস্থ হতে কত দিন সময় লাগতে পারে। এই চোটের কারণে রোববার লা লিগায় ভায়াদোলিদের বিপক্ষে মাঠে নামতে পারবেন না তিনি। শঙ্কা রয়েছে এল ক্লাসিকোয় খেলা নিয়েও। আগামী ৫ এপ্রিল কোপা দেল রে'র সেমিফাইনালের ফিরতি লেগে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ইনজুরি থেকে সেরে না উঠলে সে ম্যাচেও মাঠের বাইরে থাকতে হতে পারে রিয়াল মাদ্রিদের এই গোলকিপারকে।

চলতি বছর কাতালানদের বিপক্ষে ৩টি এল ক্লাসিকোর সবগুলোতেই হারের স্বাদ পেয়েছে গ্যালাকটিকোরা। জানুয়ারিতে রিয়ালকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা ঘরে তোলে বার্সা। এরপর কোপা দেল রে'র সেমিফাইনালেও হারের তেতো স্বাদ সঙ্গী হয় মাদ্রিদের দলটির। সবশেষ লা লিগার ম্যাচেও বার্সার কাছে হেরে শিরোপা দৌড় থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। আসন্ন ক্লাসিকোতে তাই কোর্তোয়াকে না পেলে কপালের ভাজ বাড়বে লস ব্লাঙ্কোসদের।

চলতি মৌসুমের মাঝামাঝি থেকেই চোটের সাথে যুদ্ধ করছেন কোর্তোয়া। এই মৌসুমে হ্যামস্ট্রিং ও নিতম্বে চোটের কারণে সব মিলিয়ে আটটি ম্যাচে খেলতে পারেননি এই মাদ্রিদ গোলরক্ষক। তার পরিবর্তে খেলানো হয়েছে আন্দ্রি লুনিনকে। এল ক্লাসিকোতে তাকে না পেলে রিয়ালের গোলবারের নিজে দেখা যেতে পারে ইউক্রেনের এই গোলরক্ষককে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭