ইনসাইড গ্রাউন্ড

‘বৃষ্টিই ম্যাচে ফিরিয়েছিলো আয়ারল্যান্ডকে’


প্রকাশ: 28/03/2023


Thumbnail

৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে ২২ রানের জয় পেয়েছে বাংলাদেশ। তাতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে স্বাগতিকরা। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে দাপট দেখায় বাংলাদেশ। রনি তালুকদারের ঝড়ো ফিফটি ও লিটন দাসের বিস্ফোরক ইনিংসের মাধ্যমে যার সূচনা। বাংলাদেশের ইনিংসের ৪ বল বাকি থাকতে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে স্বাগতিকদের সংগ্রহ দাড়ায় ৫ উইকেটে ২০৭ রান। ইনিংস শেষ করতে পারলে হয়তো টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়তে পারতো বাংলাদেশ।

বৃষ্টিতে খেলা বন্ধ থাকে দেড় ঘণ্টারও বেশি সময়। বৃষ্টি আইনে আয়ারল্যান্ডের সামনে পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ১০৪ রানের। যার শুরুটা দুর্দান্ত করেছিলেন সফরকারীরা। পাওয়ার প্লের দুই ওভার থেকে ৩২ রান তুলে নিয়ে প্রতিদ্বন্দ্বীতার আশা জাগিয়েছিলো আইরিশদের। তবে তাসকিন আহমেদের এক ওভারে ৩ উইকেট তুলে নিয়ে সে স্বপ্নে জল ঢেলে দেন। ৮ ওভার শেষে ৫ উইকেটে ৮১ রানে থামে আয়ারল্যান্ডের ইনিংস।

ম্যাচ শেষে সংবাদ সম্মলনে আইরিশ অধিনায়ক জানান, বৃষ্টি তাদেরকে বাড়তি সুবিধা দিয়েছিলো। গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে পল স্টারলিং বলেন, ‘আমার মনে হয় বৃষ্টি আমাদের সাহায্যই করেছে। বৃষ্টিই আমাদের খেলায় ফিরিয়েছে। যত বেশি ওভার কাটা হয়েছে, আমার মনে হয় তত বেশি সুযোগ আমাদের তৈরি হয়েছে। আবার বৃষ্টির কারণে এই উইকেট ব্যাটিংয়ের জন্য সহজ হয়ে গিয়েছিল।’

তবে বৃষ্টি সহায়তা করলেও হারের হতাশা লুকান নি আইরিশ অধিনায়ক। এ বিষয়ে তিনি বলেন, ‘আমাদের সামনে সুযোগ ছিল। আমাদের জন্য সেরা কন্ডিশন ছিল। যতই সময় গড়িয়েছে, ততই ব্যাটিং সহায়ক হয়েছে উইকেট। তবে তা কাজে লাগাতে পারিনি। ফলে আমরা কিছুটা হতাশ।’

হারলেও পরের ম্যাচে লড়াইয়ের প্রত্যাশা আইরিশ দলপতির। আগামীকাল একই ভেন্যুতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭