ইনসাইড এডুকেশন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৯ দিনের গ্রীষ্মকালীন ছুটি শুরু


প্রকাশ: 28/03/2023


Thumbnail

পবিত্র মাহে রমজান, ১লা বৈশাখ, শব-ই-কদর, জুমাতুল বিদা, পবিত্র ঈদ-উল-ফিতর, মে দিবস, গ্রীষ্মকালীন ও বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে গতকাল সোমবার (২৭ মার্চ) থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছুটি শুরু হয়েছে। পরিবার-পরিজনের সঙ্গে রমজান ও ঈদের আনন্দ ভাগাভাগি ও ছুটি কাটাতে ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ মার্চ থেকে ৪ মে পর্যন্ত ৩৯ বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। তবে অফিসসমূহ বন্ধের বিষয়ে কিছু বলা হয়নি। ছুটি শেষে ৭ মে থেকে ক্লাস ও অফিস কার্যক্রম শুরু হবে।

এর আগে গত ২১ মার্চ চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত আরেকটি বিজ্ঞপ্তিতে রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসের নতুন সময়সূচী প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রীষ্মকালীন ছুটিতে যদি কোনো বিভাগ ক্লাস নিতে চায় তবে বলেন বিভাগ সমূহ সকাল ৯টা হতে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ক্লাস নিতে পারবে। একই সময়ে অফিস কার্যক্রমও চলবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭