ওয়ার্ল্ড ইনসাইড

মেক্সিকোতে অভিবাসন কেন্দ্রের আগুনে নিহত ৩৯


প্রকাশ: 28/03/2023


Thumbnail

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্তে একটি অভিবাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ মার্চ) স্থানীয় সময় সকালে দেশটির চিহুয়াহুয়া রাজ্যের উত্তর সীমান্ত শহর সিউদাদ জুয়ারেজে এ ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ বলেছে, মেক্সিকোর জাতীয় অভিবাসন ইনস্টিটিউটের (আইএনএম) অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শহরের রাস্তা থেকে ৭১ জন অভিবাসীকে তুলে নিয়ে যাওয়ার পর আইএনএমের অফিসে এই অগ্নিকাণ্ড ঘটে।

সরকারি কর্তৃপক্ষ এখনও অগ্নিকাণ্ডের কারণ এবং মৃতদের জাতীয়তা বা পরিচয় প্রকাশ করেনি।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭