ইনসাইড গ্রাউন্ড

সাকিবের রেকর্ডের ম্যাচে সহজ জয় বাংলাদেশের


প্রকাশ: 29/03/2023


Thumbnail

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়ে বাংলাদেশ। তাতে আইরিশদের সামনে জয়ের জন্য লক্ষ্য দাড়ায় ২০৩ রানের। রান তাড়া করতে নেমে সাকিব আল হাসানের স্পিন বিষে নীল হয়ে যায় সফরকারি ব্যাটসম্যানরা। তাতে ৭৭ রানের জয় পায় বাংলাদেশ। যা টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের জয়। তাতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করলো সাকিব আল হাসানের দল।

চট্টগ্রামের আকাশ সকাল থেকেই রং বদলাচ্ছিলো বারবার। টসের আগেই চোখ রাঙানি ছিলো বৃষ্টির। তার মাঝেই টস করেন দুই দলের অধিনায়ক। তবে এরপরই বৃষ্টি শুরু হওয়ায় কাভারে ঢেকে দেওয়া হয় পিচ। বৃষ্টি বন্ধ হলে শুরু হয় খেলা শুরুর প্রস্তুতি। উইকেটের কাভার সরিয়ে নেয়া হয়। মাঠ পর্যবেক্ষণ করেন আম্পায়াররা। ঘোষণাও আসে শুরুর। কিন্তু এরপর আবারো বৃষ্টি। তাতে নির্ধারিত সময়ের প্রায় পৌনে দুই ঘন্টা পর মাঠে নামেন ক্রিকেটাররা। ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১৭ ওভারে।

বাংলাদেশের দেয়া লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় আয়ারল্যান্ড। তাসকিনের অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়েছিলেন আইরিশ অধিনায়ক। তবে সেটি স্টারলিং এর ব্যাটের কানা ছুয়ে চলে যায় উইকেটের পেছনে। ডানদিকে লাফিয়ে দারুণ ক্যাচ নিয়েছেন লিটন। পরের ওভারে বোলিংয়ে এসেই লরকান টাকারের উইকেট তুলে নেন সাকিব। এরপর সাকিবের কাছেই বিধ্বস্ত হতে থাকেন আইরিশরা। একে একে রস অ্যাডায়ার, গ্যারেথ ডিলানি ও জর্জ ডকরেলকে নিজের শিকারে পরিণত করেন তিনি। তাতে টিম সাউদিকে পেছনে ফেলে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে যান সাকিব আল হাসান। পরে হ্যারি টেক্টরকে বোল্ড করে টি-টোয়েন্টি ক্যারিয়ারে দ্বিতীয়বার ম্যাচে ৫ উইকেট নেয়ার কৃতিত্ব দেখান সাকিব। ৪৩ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় আয়ারল্যান্ড।

মাঝে মার্ক অ্যাডায়ারকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করছিলেন কার্টিস ক্যাম্ফার। তবে ১১তম ওভারে হাসান মাহমুদ অ্যাডায়ারকে ফিরিয়ে সে প্রতিরোধ ভেঙে দেন। কিছুক্ষণ পর তাসকিনের দারুণ এক ইয়র্কারে ফেরেন ফিওন হ্যান্ড। রিভিউ নিয়েও ফল বদলাতে পারেন নি তিনি। সতীর্থদের এমন যাওয়া-আসার মিছিলে ব্যতিক্রম ছিলেন ক্যাম্ফার। তুলে নেন অর্ধশতক। তবে এরপরই ইয়র্কারে তাকে পরাস্ত করেন তাসকিন। ৫০ রানে সাজঘরে ফেরেন ক্যাম্ফার। ১২৫ রানে আইরিশদের ইনিংস থামলে ৭৭ রানে জয় পায় বাংলাদেশ।

এর আগে, দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদারের ব্যাটে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। পাওয়ার প্লেতে চারজন বোলারকে বোলিংয়ে আনেন আইরিশ অধিনায়ক। তবে সবার উপর দিয়েই ঝড় বয়ে গেছে। পরিবর্তিত প্লেয়িং কন্ডিশনে পাওয়ার প্লের জন্য নির্ধারিত ৫ ওভার শেষে রানের পাহাড় গড়ে বাংলাদেশ। কোন উইকেট না হারিয়ে তোলে ৭৩ রান।

বোলারদের উপর তান্ডব চালিয়ে বাংলাদেশিদের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন লিটন দাস। ১৮ বলে অর্ধশতক পূর্ণ করে টপকে যান ২০০৭ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মোহাম্মাদ আশরাফুলের ২০ বলে করা ফিফটিকে। সেই সাথে টি-টোয়েন্টিতে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ডও নতুন করে লিখলেন এই দুই ব্যাটসম্যান। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১০২ রানের জুটি গড়েছিলেন সৌম্য সরকার ও নাঈম শেখ। ১৩.১ ওভার থেকে সে জুটি গড়েছিলেন দুজনে। তবে ইনিংসের ৮ম ওভারেই শতরান পূর্ণ করেন লিটন-রনি।

তবে দশম ওভারে এসে প্রথম সাফল্যের দেখা পায় আয়ারল্যান্ড। আগের ম্যাচে ২৪ বলে অর্ধশতকের পর ব্যাক টু ব্যাক ফিফটির আশা দেখাচ্ছিন রনি। কিন্তু তা হয়ে উঠেনি। বেন হোয়াইটের বলে বড় শট খেলতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে ফেরেন প্যাভিলিয়নে। ১২৪ রানে ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি। ৩ চার ও ২ ছয়ে করেন ২৩ বলে ৪৪ রান। রনির বিদায়ে ক্রিজে আসেন সাকিব আল হাসান। লিটনের সাথে দ্রুত রান যোগ করতে থাকেন স্কোরবোর্ডে।

লিটন দাস অবশ্য আশা দেখাচ্ছিলেন সেঞ্চুরির। সুযোগও ছিলো তার সামনে। কিন্তু তাড়াহুড়োর খেসারত দিয়ে ফিরেছেন সাজঘরে। তাকেও ফিরিয়েছেন বেন হোয়াইট। ওয়াইড লাইনের কাছাকাছি থাকা বলটি ছেড়ে দিতে পারতেন। কিন্তু সেটি তাড়া করতে গিয়ে উইকেটটাই বিলিয়ে দেন লিটন। ৮৩ রান আসে তার ব্যাট থেকে, টি-টোয়েন্টিতে তার ব্যক্তিগত সর্বোচ্চ। ১৩৮ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।

তাওহিদ হৃদয়কে নিয়ে বাকি পথ পার করে দেন সাকিব আল হাসান। গড়েন ৬১ রানের জুটি। ১৭তম ওভারের পঞ্চম বলে আউট হন হৃদয়। নির্ধারিত ১৭ ওভার শেষে টাইগারদের সংগ্রহ দাড়ায় ৩ উইকেটে ২০২ রান। তাতে প্রথমবার টানা দুই ম্যাচে দুইশো রান পার করে বাংলাদেশ। সাকিব অপরাজিত থাকেন ৩৮ রানে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭