ইনসাইড বাংলাদেশ

অনেক পণ্যের দাম কমেছে, আরও কমবে: বাণিজ্যমন্ত্রী


প্রকাশ: 31/03/2023


Thumbnail

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, অন্য বছরের তুলনায় ও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ভালো রয়েছে। চলতি রমজানে কিছু পণ্যের দাম বাড়লেও তা কমে এসেছে।

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে রংপুরের নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এ ইঙ্গিত দেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাজার নিয়ন্ত্রণে মাঠে কাজ করছে ভোক্তা অধিদপ্তর। দেশের বাজারে পেঁয়াজের দাম কম থাকায়, পেঁয়াজ আমদানি কমানো হয়েছে। এতে করে দেশের কৃষকরা কিছুটা দাম পাবে।

তিনি আরও বলেন, সম্প্রতি সরকারি সফরে ভুটানে গিয়ে ব্যবসা-বাণিজ্য নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এতে করে দুই দেশের পণ্যে আদান-প্রদানসহ ট্রানজিট ব্যবহারে সুবিধা হবে। 

টিপু মুনশি বলেন, আগামী মে মাসে হাইড্রোপাওয়ার চুক্তি সম্পন্ন হওয়ার কথা রয়েছে। সবমিলিয়ে ভুটানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত দেন মন্ত্রী।

এসময় আওয়ামী লীগের নেতাকর্মীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭