ইনসাইড গ্রাউন্ড

লা লিগায় বার্সার প্রতিপক্ষ এলচে


প্রকাশ: 01/04/2023


Thumbnail

স্প্যানিশ লা লিগার ম্যাচে রাতে মাঠে নামবে লিগ লিডার বার্সেলোনা। ইউরোপিয় প্রতিযোগিতাগুলো থেকে বিদায় নিলেও লা লিগার শিরোপা পুনুরুদ্ধারের মিশনে ভালই এগোচ্ছে বার্সা। ঘরোয়া টুর্নামেন্টটিতে বেশ ছন্দেও রয়েছে কাতালানরা। নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের চেয়ে এগিয়ে রয়েছে ১২ পয়েন্টে। ২৬ ম্যাচে ২২টি জয়ের বিপরীতে সমান দুটি করে ম্যাচে হার ও ড্র নিয়ে ৬৮ পয়েন্ট পকেটে পুড়েছে দলটি। আজ তাদের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের একদম তলানির দল এলচে।

অবনমন অঞ্চলে থাকা দলটির বিপক্ষে যোজন যোজন এগিয়ে থেকেই ম্যাচটি খেলতে নামবে বার্সা। জয়ের ধারা অব্যাহত রেখে রিয়ালের সাথে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নেয়ার সুযোগও থাকছে। বার্সার সমান ম্যাচ খেলে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রয়েছে মাদ্রিদের ক্লাবটি।

লিগে সবশেষ ৫ ম্যাচের ৪টিতে জয় পেয়েছে বার্সেলোনা। গত ফেব্রুয়ারিতে আলমেরিয়ার বিপক্ষে সবশেষ হার সঙ্গী করে মাঠে ছেড়েছিলো সার্জিও বুসকেতস-গাভিরা। আর সবশেষ ৫ ম্যাচের ৩টিতেই হারের তেতো স্বাদ পেয়েছে এলচে। পুরো মৌসুমে কেবল দুটি ম্যাচে জয়ের দেখা পেয়েছে ভ্যালেন্সিয়া কমিউনিটিভিত্তিক ক্লাবটি।

দুই দলের মুখোমুখি পরিসংখ্যানেও অনেক এগিয়ে বার্সা। দুই দলের সবশেষ ৭ লড়াইয়ের সবকটিতেই জিতেছে বার্সেলোনা। গত বছর সবশেষ দেখায় এলচেকে ৩-০ গোলে হারিয়েছিলো জাভি হার্নান্দেজের শিষ্যরা। এলচের মাঠ এস্তাদিও ম্যানুয়েল ভ্যালেরোতে রাত ১টায় শুরু হবে ম্যাচটি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭