ইনসাইড গ্রাউন্ড

ডিএসএলে ৭ রান জয় পেল পাঞ্জাব


প্রকাশ: 01/04/2023


Thumbnail

১৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে কোলকাতা। দ্বিতীয় ওভারেই মানদীপ সিং ও অনুকূল রায়ের উইকেট তুলে নেন বাহাতি বোলার আর্শদ্বীপ সিং। মানদীপ ২রান ও অনুকূল ৪ রান করে সাজঘরে ফিরে যান। এরপর ইম্পেক্ট খেলোয়াড় ভেঙ্কাটেস আয়ারকে সাথে নিয়ে রানের চাকা সচল রাখেন অভিষিক্ত রাহমাতুল্লাহ গুরবাজ। কিন্তু বেশিদূর এগোতে পারেননি গুরবাজ। ২২ রানেই তাকে থামিয়ে দেন অস্ট্রেলিয়ান পেস বোলার নাথান এলিস।
 
চারে নেমে ব্যাটিং তান্ডব শুরু করে কোলকাতার অধিনায়ক নিতেশ রানা। দলীয় রান যখন ৭৫, তখন সিকান্দার রাজার বলে পয়েন্টে ক্যাচ দিয়ে বিদায় নেন নিতেশ। চার বলে ৪ রান নিয়ে আউট হন রিংকু সিং। 

এরপর আয়ার ও আন্দ্রে রাসেলের জুটিতে লক্ষ্যে এগোতে থাকে রাইডার্সরা। যখন দলের প্রয়োজন ৩১ বলে ৬২রান আন্দ্রে রাসেলকে সাজঘরে ফেরান স্যাম কারান। তার পরের ওভারে আর্শদ্বীপের বলে আয়ারের বিদায়ে জয়ের আশা ক্ষীণ হয়ে আসে কোলকাতার।  ভেঙ্কাটেস আয়ার ২৮ বলে ৩৪ এবং আন্দ্রে রাসেল ১৯ বলে ৩৫ রান করে আউট হন। 

এরপর বৃষ্টি শুরু হওয়ায় সাজঘরে ফিরে যেতে বাধ্য হয় খেলোয়াড়রা। পরবর্তীতে ডিএলএস পদ্ধতিতে ৭ রানে জয় পায় পাঞ্জাব। 

টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে পাঞ্জাব কিংস। প্রথম থেকেই আক্রমনাত্মক ছিল শিখর-সিমরনরা। প্রথম দুই ওভারে ২৩ রান তুলে নেয় সিমরন। তবে ২২ গজ বেশিক্ষণ নিজের অবস্থান ধরে রাখতে পারেনি ইন্ডিয়ার ডানহাতি এই ব্যাটসম্যান। ইনিংসের ২য় তম ওভারের শেষ বলে সিমরনের উইকেট তুলে নেয়  নিউজিল্যান্ডের বোলার টিম সাউদি। 

সিমরনের বিদায়ের পর ধাওয়ানকে সাথে নিয়ে রানের চাকা সচল রাখে রাজাপাকসে। পাওয়ার প্লে’র ৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে পাঞ্জাব ৫৬ রান সংগ্রহ করে পাঞ্জাব। ৫ চার, ২ ছয়ে ৩২ বলেই ফিফটি তুলে নেয় শ্রীলংকান এই বাহাতি ব্যাটার। কিন্তু ফিফটি করার পর উমেশ যাদবের  শেষ বলে লং অনে শট খেলে বিদায় নেন রাজাপাকসে। 

এরপর দলের হাল ধরেন অধিনায়ক ধাওয়ান। ফিফটি থেকে মাত্র ১০ রান দূরে অধিনায়ক শিখর ধাওয়ান, ঠিক সেই সময়ে তার গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন বরুণ। ধাওয়ানের বিদায়ের পর রানে গতি কিছুটা কমে আসে পাঞ্জাবের। দলের হয়ে জতিশ ২১, সিকান্দার ১৬ করে আউট হয়। কারান ও শাহরুখ ২৬,১১ রান করে অপরাজিত থাকেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭