লিট ইনসাইড

স্বাধীনতার অভিধান


প্রকাশ: 02/04/2023


Thumbnail

একখানা আয়না-

বহুজনে বহুভাবে ধরে নিত্য নতুন বায়না ।

বাম হাত বদলে যায় ডান হাতের দখলে, 

নতুন গল্প চলে পুরনো গল্পের আদলে।

বাসন্তীর শরীরে জাল, শিশুর হাতে দশ টাকা,,

কে  কারা এর উত্তরাধিকার ? 


এ ষড়যন্ত্রের ছোবল বড়ই বিষাক্ত ,হিল হিলিয়ে ওঠে বিষধরা সাপের মতোন ।

এ কেমন তর ষড়যন্ত্র ?

এ ছোবলে পিতাকে হত্যা করা হয়,

স্বাধীনতার ত্রাতা কেন ধুলোয় লুটোয় ? 

কালবৈশাখির ঝড়ে পড়া আম্রকাননের মতোন আয়নাটি দুলে দুলে ওঠে আর বলে-

একটি শিশু একটি ফুল, স্বাধীনতার প্রতীক হতে পারে,

মা মাটি মানুষের , স্বপ্ন -শক্তি হতে পারে ।

স্বাধীনতার অভিধানে কতকাল 

আর কত শত হবে ভুল ?

খোলা আকাশ ঝকঝকে আয়না ভাত মাছ গাড়ি বাড়ি টাকা আনা ধন দৌলত অবাধ মুক্তি, হরদম কত কথা বলি।

অথচ স্বাধীনতার মানেই বুঝি না , শুধুই বলার কথা বলেই চলি ।

কটাক্ষ আর মিথ্যের জালে

ঝিক ঝিক ঝিক শব্দ তুলে

পরিত্যক্ত ট্রেনের বগির মতো দায়িত্বহীন-মায়াহীন-ভালোবাসাহীন সাংবাদিকরা মেতেছে পণ্যে- বাণিজ্যে , অপসাংবাদিকতায় নাম লিখেছে 

ঐ বহু দূরের অকেজো একটা প্লাটফর্মে ।

এ রকম তো হবার ছিল না, এ মহৎ পরাণে -কর্মে ।


ঠোঁট কামড়ে ভাবনার কিছু নেই , সকল ষড়যন্ত্র মাড়িয়ে ঐ পবিত্র ফুলের সৌরভে-

নিজেকে একবার আবিষ্কার করি , 

সুখ দুঃখের এ জীবনে

স্বাধীনতার পরিপূর্ণ অভিধানে  আয়নায় নিজেকে দেখি একটু যতনে ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭