ইনসাইড আর্টিকেল

যেসব কারণে রোজা ভাঙবে না


প্রকাশ: 03/04/2023


Thumbnail

মাহে রমজান। মুসলিম উম্মাহর প্রতি আল্লাহর বিশেষ নিয়ামত ও অনুকম্পার মাস। রহমত বরকত মাগফেরাত ও নাজাতের মাস এই রমজান। পবিত্র রমজান মাসে মুসলিম উম্মাহর সঠিকভাবে রোজা পালন করা উচিৎ। 

সঠিকভাবে ইসলামিক বিধান মোতাবেক রোজা পালন করতে যে সকল বিষয়গুলো অবশ্যই জানতে হবে- তার মধ্যে রয়েছে, রোজা কাজা, রোজা ভঙ্গ ইত্যাদি বিষয়। যেসব কাজ করলে রোজা ভাঙবে না- তা-ই আজকের আলোচনা বিষয়বস্তু। 

১. ভুল করে কোনো কিছু খেয়ে ফেললে রোজা ভঙ্গ হবে না। (সহীহ বোখারী : ২৫৯)। 

২. মশা-মাছি বা কীটপতঙ্গ ইত্যাদি অনিচ্ছাকৃতভাবে পেটের ভেতর ঢুকে গেলেও রোজা ভাঙবে না। (ইবনে আবি শাইবা : ৬/৩৪৯। 

৩.  অনিচ্ছাকৃত বমি হলে (এমনকি মুখ ভরে হলেও) রোজা ভাঙবে না। তেমনি বমি মুখে এসে নিজে নিজেই ভেতরে চলে গেলেও রোজা ভাঙবে না। (জামে তিরমিজি : ১/১৫৩)। 

৪. রোজার কথা ভুলে গিয়ে পানাহার করলে রোজা নষ্ট হবে না। তবে রোজা স্মরণ হওয়ামাত্র পানাহার ছেড়ে দিতে হবে। (সহীহ মুসলিম : ১/২০২)। 

৫. দাঁত থেকে রক্ত বের হয়ে পেটের মধ্যে না গেলে রোজা ভাঙবে না। (ফতোয়ায়ে শামী : ৩/৩৬৭)। 

৬. কোনো খাদ্যদ্রব্য বুট বা ছোট ছোলার কম পরিমাণ যদি দাঁতের সঙ্গে লেগে থাকে ও গলার ভেতর চলে যায়, তাহলে রোজা ভাঙবে না।  তবে দাঁত থেকে বের করে হাতে নিয়ে স্বেচ্ছায় খেয়ে ফেললে রোজা নিশ্চিতভাবে ভেঙে যাবে। (ফতোয়ায়ে হিন্দিয়া : ১/২০২)।

৭. অতিরিক্ত গরম বা পিপাসার কারণে যদি গোসলের মাধ্যমে শরীরকে ঠাণ্ডা করা হয়, তাহলেও রোজার কোনো ক্ষতি হবে না। (ফতোয়ায়ে হিন্দিয়া : ১/২০৩)। 

৮. কুলি করার পর পানির অবশিষ্ট আর্দ্রতা থুথুর সঙ্গে গিলে ফেললে রোজার কোনো ক্ষতি হবে না। (ফতোয়ায়ে হিন্দিয়া : ১/২০৩)। 

৯. ঘাম অথবা চোখের অশ্রুর দু-এক ফোঁটা যদি অনিচ্ছায় মুখে চলে যায়, তাহলে রোজা নষ্ট হবে না। (ফতোয়ায়ে হিন্দিয়া : ১/২০৩)। 

১০. কানের ময়লা বের করার দ্বারাও রোজা ভাঙবে না। (মারাকিল ফালাহ : ৩৪২)। 

১১. যদি পান খাওয়ার পরে খুব ভালোভাবে কুলি করার পরও রোজা অবস্থায় থুথুর সঙ্গে লাল রং বের হয়, তাহলে কোনো সমস্যা নেই। (ফতোয়ায়ে হিন্দিয়া : ১/২০৩)। 

১২. নাক এত জোরে সাফ করা, যার ফলে কফ গলার মধ্যে চলে যায়, তাহলেও কোনো সমস্যা নেই। (দুররে মুখতার : ৩/৩৭৩)। 

১৩. রোজা অবস্থায় আঁতর বা ফুলের ঘ্রাণ নিলেও কোনো সমস্যা নেই। (মারাকিল ফালাহ : ৩৬১)। 

১৪. শরীর বা মাথায় তেল ব্যবহার করলে রোজা ভাঙবে না, বরং তা বৈধ। (মুসান্নাফে আব্দুর রাজ্জাক : ৪/৩১৩)।

১৫. রোজা অবস্থায় অনিচ্ছাকৃত মুখের মধ্যে ধুলাবালি ঢুকে গেলে রোজা ভাঙবে না। (দুররে মুখতার : ৩/৩৬৬)। 

১৬. যদি রোজাদারের গোসলের সময় অথবা বৃষ্টিতে ভেজার সময় কানের মধ্যে অনিচ্ছায় পানি চলে যায়, তাহলে সর্বসম্মতিক্রমে রোজা নষ্ট হবে না। (ফাতহুল কাদির : ২/৩৪৭)। 

১৭. সুস্থ অবস্থায় রোজার নিয়ত করার পর যদি অজ্ঞান, অচেতন বা পাগল হয়ে যায়, তাহলে রোজা নষ্ট হবে না। (সুনানে কুবরা বায়হাকি : ৪/২৩৫)।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭