ইনসাইড বাংলাদেশ

এরশাদের গাছের বরই খেলেন খালেদা?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/02/2018


Thumbnail

বেগম জিয়া কারান্তরীণ হওয়ার পর মুখ বন্ধ এরশাদের। এরশাদ নিজেই শুধু নয়, জাপার নেতাদেরও নির্দেশ দিয়েছেন, এনিয়ে কথা না বলতে। কথা না বললে কি হবে, ঠিকই বেগম জিয়ার খোঁজ খবর নিচ্ছেন সাবেক এই রাষ্ট্রপতি।

এরশাদ দীর্ঘদিন জেলে ছিলেন। জেলে এরশাদ অনেক গাছ লাগিয়েছিলেন। এর মধ্যে একটা গাছ ছিল বরই গাছ। ৯১ সালে বেগম জিয়া যখন তাঁকে জেলে পাঠান তখনই ওই গাছ লাগিয়েছিলেন। এসময় এরশাদ জেলার, সুপারভাইজার সহ সবাইকে বলেছিলেন, এই গাছে যখন ফল হবে তখন খালেদা জিয়া জেল খাটবেন। তখন তিনি এই গাছের ফল খাবেন। ২৭ বছর পর এরশাদের লাগানো বরই গাছে প্রচুর বরই হয়। কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার স্থানান্তরিত হবার পর, নাজিম উদ্দিন রোডের কারাগারের গাছ গুলোর ফলফলাদি খাওয়ার লোকজন নেই। কারাগারে কর্মকর্তা কর্মচারীরাই এসব ফল বাড়িতে নিয়ে যান। এরশাদ দীর্ঘদিন জেল খাটার সুবাদে জেলে তাঁর পরিচিত লোকজনের সংখ্যা নেহায়েত কম নয়। তাদের কাছ থেকে এরশাদ খালেদা জিয়া সম্পর্কে নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন। এরশাদ তার কুল গাছ সম্পর্কে জানতে চান, এক কারা কর্মকর্তার কাছে। ওই কারা কর্মকর্তা জানান, কুল গাছে অনেক কুল ধরেছে। এরশাদ তাকে অনুরোধ করেন, তার গাছের কিছু কুল যেন ম্যাডামের জন্য দেওয়া হয়। বেগম জিয়াকে জেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কিছু ফলমুলের সাঙ্গে বরইও দেওয়া হয়েছিল। বেগম জিয়া তা খেয়েছেন কিনা, জানা যায়নি।


বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭