ইনসাইড আর্টিকেল

সময়ের সঠিক ব্যবহার করুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/03/2017


Thumbnail

সময় একটি অমূল্য সম্পদ। একে দাম দিয়ে কেনা সম্ভব নয়। তবে সময়ের সঠিক ব্যবহারে দ্রুত সাফল্য লাভ করা যায়। আমরা অনেকেই সময় বাঁচানোর কথা বলি। কিন্তু সময় কখনোই বাঁচানো যায় না। সময় শুধুই ব্যয় হতে থাকে। সময় একবার চলে গেলে তাকে আর কোনোবাবেই ফিরিয়ে আনা সম্ভব নয়। এমনকি সময় জমা করে রাখাও যায় না। তবে সময়ের সঠিক ব্যবহারের জন্য কিছু নিয়ম মেনে চলতে হয়।

এই বিষয়ে বিজনেস ইনসাইডারে একটি নিবন্ধ লিখেছেন ব্রায়ান ডি. ইভান্স। তিনি লিখেছেন রিচার্ড ব্রানসন, অপরাহ উইনফ্রে, বিল গেটস, মার্ক কুবান, এলন মাস্ক, ওয়ারেন বাফেটের মতো সফল ব্যক্তিরা এসব নিয়ম মেনে চলেন।

ইভান্স সময়ের সঠিক ব্যবহারের ক্ষেত্রে একটি নির্দিষ্ট লক্ষ্যের কথা বলেছেন। লক্ষ্য ছাড়া সময়ের সঠিক ব্যবহার কিংবা সফলতাকে ধরা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি। তিনি লিখেছেন, ‘‘২৫টি লক্ষ্যের একটি তালিকা তৈরি করুন। সেখান থেকে ২০ টি লক্ষ্য বাদ দিয়ে ৫টিকে গুরুত্ব দিন। এভাবেই সফল হয়েছেন ওয়ারেন বাফেট।”

লক্ষ্যগুলোকে একটি কাগজে লিখে রাখার কথা বলেছেন তিনি। তিনি বলেছেন, “আপনার লক্ষ্যগুলো যদি লেখা থাকে, তা হলে এগুলো আপনার সামনে ঝুলতে থাকবে। তখনে লক্ষ্যগুলো অনেক বাস্তব মনে হবে। এটা সফলতার হার ৪২% বাড়িয়ে দেবে।”

দায়িত্ব বন্টন করে দেওয়ার উপরও গুরুত্ব দিয়েছেন তিনি। “আপনার কাজ সবার ওপর বন্টন করে দেন। তাহলে যে কাজটা আপনি ২৪ ঘণ্টায় করতে পারতেন, সেটা আরো কম সময়ে শেষ হবে। মানুষের মধ্যে দায়িত্ব যত বণ্টন করে দিলে সময়ের পরিমাণ বাড়ে, সাফল্যের সম্ভাবনাও বেড়ে যায়।” বলেন তিনি।

সবশেষে তিনি যে বিষয়টির কথা উল্লেখ করেন সেটি হল প্রযুক্তির ব্যবহার। ইভান্স লিখেছেন, ‘‘ সময়ের সঠিক ব্যবহারে প্রযুক্তির সদ্ব্যবহার করতে হবে। কারণ মানুষের চেয়ে প্রযুক্তির ব্যবহার বেশি সহজ।”

বাংলা ইনসাইডার/আরকে




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭