ইনসাইড বাংলাদেশ

‘দালালির ফল হয় পুলিশের লাঠি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/02/2018


Thumbnail

পুলিশের লাঠি পেটা আর জলকামানের ধাক্কায় বিএনপি নেতারা ঢুকে গেলেন নয়াপল্টনের দলীয় কার্যালয়ে। সেখানেই দলের মাহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পেয়ে বসলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বললেন, ‘ফখরুল ভাই, দেখলেন তো আপনার শান্তি মডেল ফেল মারলো। ওরা পতাকা নিয়ে দাঁড়াতে পর্যন্ত দিলো না।’ মির্জা ফখরুল একটু বিসন্ন হয়ে বললেন, ‘আশ্চর্য। একটা শান্তিপূর্ণ কর্মসূচিতেও এভাবে আক্রমণ করল ওরা।’

এসময় তিনি নেতা-কর্মীদের খোঁজ নিলেন। সিনিয়র নেতাদের সঙ্গে কথা বললেন। তারপর সোমবার প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঠিক করলেন। রিজভী এ সময় বললেন, ‘ফখরুল ভাই একটু কড়া ডোজ দেন। অ্যান্টিবায়োটিক দেন। এগুলোতে তো কাজ হবে না। কি মিছিল করবে। রাস্তায় তো বেরুতেই দেবে না।’ এবার ক্ষেপে গেলেন ভদ্র, সজ্জন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বললেন, ‘আপনি কী কর্মসূচি চান, বিএনপি অস্ত্র নিয়ে রাস্তায় নেমে পড়বে? পুলিশের সঙ্গে যুদ্ধ করবে? এমন কর্মসূচি চান? এরকম কথা শুনে রিজভী বলেন, ‘করেন আপনার দালালি কর্মসূচি। দালালির ফল হয় পুলিশের লাঠি।’

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭