ইনসাইড বাংলাদেশ

বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল


প্রকাশ: 05/04/2023


Thumbnail

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ৭ এপ্রিল থেকে।

বুধবার (৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন।

তাদের পক্ষ থেকে জানানো হয়, এবারও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ চেষ্টা চলছে। সব যাত্রী টিকিট পাবে- এমন আশা প্রকাশ করে নেতারা বলেন, টিকিট কালোবাজারি রোধে নেয়া হবে পদক্ষেপ।

তবে, এখনও পর্যন্ত এবার ঈদের টিকিটের চাপ পড়েনি। পরিবহন মালিকরা ধারণা করছেন, হয়তো গত বছরের মতো এবারও চাপ খুব একটা পড়বে না। ঈদের দুই-তিন দিন আগে ও পরে চাপ থাকবে। 
 
আর অতিরিক্ত ভাড়ার বিষয়ে বাস মালিকরা দাবি করেন, অন্য সময়ে সরকার নির্ধারিত ভাড়ার থেকে কম ভাড়া রাখা হয়। তাই ঈদের সময় যখন চার্ট অনুযায়ী ভাড়া আদায় করা হয় তখন যাত্রীদের কাছে মনে হয় বেশি ভাড়া আদায় করা হচ্ছে। কিন্তু বিষয়টি তেমন নয়।

তাদের দাবি, ঈদের এক পাশের যাত্রী বহন করা হয়, অপর পাশে গাড়ি খালি আসে। ফলে বছরের অন্য সময়ের মতো ভাড়া নিলে তখন অনেক ক্ষতি হবে। তাই দুই দিক মিলিয়েই যাত্রী আনা-নেয়া করতে হয়।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭