ইনসাইড ইকোনমি

বাংলাদেশ ব্যাংকের সার্ভার বিকল, লেনদেন বন্ধ ৭ ঘণ্টা


প্রকাশ: 05/04/2023


Thumbnail

বাংলাদেশ ব্যাংকের সার্ভার ত্রু‌টির কারণে ইন্টারনেট ব্যাংকিং কার্যক্রম ব্যাহত হয়েছে। ফলে ব্যাহত হচ্ছে সব ধরনের লেনদেন।তবে কী কারণে সার্ভার ডাউন বা ত্রু‌টি দেখা দিয়েছে তা কেউ জানাতে পারে‌নি। 

বুধবার (৫ এ‌প্রিল) দুপুর সাড়ে ১২টার পর বাংলাদেশ ব্যাংকের সার্ভার বিপর্যয় হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তা পুনরায় চালু করা সম্ভব হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের আইসিটি অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা বিভাগের একজন কর্মকর্তা জানান, আমরা আমাদের আইটি সিস্টেমে একটি প্রযুক্তিগত ত্রুটি অনুভব করেছি এবং সমস্যাটি সমাধানের কাজ শুরু করি। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুনরায় সচল হয়। পুরো নেটওয়ার্কিং সিস্টেম এখন সুষ্ঠুভাবে চলছে।

কর্মকর্তারা বলছেন, সার্ভারের ক্রটির আইটি সমস্যার কারণে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) সিস্টেমের মাধ্যমে লেনদেন ব্যাহত হয়েছে। এনপিএসবি হলো একটি দেশীয় এটিএম শেয়ারিং নেটওয়ার্ক, যা বাংলাদেশ ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত হয়।

একটি বেসরকারি ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলে জানা যায়, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্রক্রিয়া বাধাগ্রস্ত হলেও বিএফটিএন-চেক ক্লিয়ারিংয়ে কোনো সমস্যা ছিল না।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭