কালার ইনসাইড

মস্কোর মূল প্রতিযোগিতায় জয়ার ‘পেয়ারার সুবাস’


প্রকাশ: 06/04/2023


Thumbnail

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৫তম আসরে মূল প্রতিযোগিতা শাখায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে নূরুল আলম আতিকের চলচ্চিত্র ‌’পেয়ারার সুবাস’। মূল প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের ওই ছবিসহ মোট ১২টি সিনেমার নাম ঘোষণা করেছে উৎসব কর্তৃপক্ষ। বাংলাদেশ ছাড়াও এ বিভাগে আছে ফ্রান্স, রাশিয়া, আর্জেন্টিনা, চীন ও জাপানের ছবি।

'পেয়ারার সুবাস' ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এছাড়া রয়েছেন, অভিনেতা তারিক আনাম খান ও আহমেদ রুবেল। আগামী ২০ এপ্রিল বসছে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৫তম আসর। উৎসব চলবে ২৭ এপ্রিল পর্যন্ত।

গেল বছর মস্কো চলচ্চিত্র উৎসবে চমক দেখায় বাংলাদেশের ছবি ‘আদিম’। মূল বিভাগে প্রতিযোগিতা ছাড়াও তরুণ নির্মাতা যুবরাজ শামীম জিতে নেন নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড। উৎসবে নির্মাতা নূরুল আলম আতিকের অংশগ্রহণের কথা রয়েছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭